আর্থিক নিরাপত্তা ও নিশ্চিত আয়, দুই’ই একসাথে! LIC-র জীবন উৎসব পলিসির ৫টি সেরা সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভবিষ্যতের জন্য অর্থনৈতিক নিশ্চয়তা কমবেশি সবারই দরকার হয়। আর সেই চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় জীবন বীমা সংস্থা (LIC) এবার নিয়ে এসেছে কারণ একটি স্কিম- এলআইসি জীবন উৎসব পলিসি। এটি এমন একটি স্কিম, যেখানে কেবলমাত্র জীবন বীমা নয়, বরং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করা যায়।

আর এই পলিসিটি সেই সমস্ত মানুষদের জন্য, যারা নির্দিষ্ট কিছু বছর প্রিমিয়াম জমা দিয়ে সারা জীবন নিশ্চিত আয় করতে চায়। চলুন জেনে নেওয়া যাক, এলআইসি জীবন উৎসব পলিসির এমন পাঁচটি সুবিধা সম্পর্কে, যা জানার পর আপনি বুঝতে পারবেন যে, এই স্কিমে বিনিয়োগ করা কেন দরকার।

নিজের মতো করে প্রিমিয়াম জমা দেওয়ার মেয়াদ বেছে নিতে পারবেন

এই পলিসির সবথেকে বড় সুবিধা হল, আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন যে আপনি কত বছর প্রিমিয়াম জমা দেবেন। ৫ বছর থেকে শুরু করে ১৬ বছর পর্যন্ত যেকোনো একটি মেয়াদ বেছে নিতে পারেন। আর একবার সেই নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দেওয়ার পর আপনি আজীবন আয়ের সুবিধা পাবেন। 

তবে হ্যাঁ, ৯০ দিন থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত যে কেউ এই পলিসিতে বিনিয়োগ করতে পারে এবং নূন্যতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের কোনো উর্ধ্ব সীমা নেই।

প্রতি ১০০০ টাকায় ৪০ টাকা গ্যারান্টি ইনক্রিমেন্ট

প্রিমিয়াম জমা দেওয়ার প্রতিটি বছর আপনি বীমার টাকার ওপর প্রতি ১০০০ টাকাতে ৪০ টাকা করে গ্যারান্টি ইনক্রিমেন্ট পাবেন এই স্কিমে। অর্থাৎ, যত বেশি সময় আপনি প্রিমিয়াম জমা দেবেন, তত আপনার মূল্য বাড়বে। হ্যাঁ, এই বাড়তি গ্যারান্টি রিটার্ন আপনার পলিসির মূল্য সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেকগুণ বাড়িয়ে দেবে।

মিলবে আজীবন আয়

প্রিমিয়াম জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর এলআইসি দুই ধরনের আয়ের সুযোগ দেবে। প্রথমত Steady Income Benefit, যেখানে আপনি প্রতি বছর মূল বীমার ১০% করে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দ্বিতীয়ত রয়েছে Flexi Income Benefit। এখানে আপনি চাইলে আপনার আয় কিছু সময়ের জন্য তুলে না নিয়ে জমা রাখতে পারেন এবং তার ওপর বার্ষিক ৫.৫% সুদ আয় করতে পারেন।

জীবনহানীর ক্ষেত্রে পরিবার পাবে আর্থিক সহায়তা

এলআইসি এর এই বীমা প্রকল্পের আয়তাভুক্ত থাকাকালীন যদি কোনও বীমাধারীর মৃত্যু ঘটে, তাহলে তার নমিনি বা পুরো পরিবার বীমার টাকা ফেরত পাবে। এছাড়াও এলআইসি নিশ্চিত করছে যে, মৃত্যুর ক্ষতিপূরণ কখনোই মোট জম দেওয়া প্রিমিয়ামের ১০৫% এর কম হবে না। ফলে আপনার পরিবারের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করছে এই প্রকল্পটি।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে সেরা ৫ স্কলারশিপ! ৫০ হাজার টাকা স্টাইপেন্ড, সবার জন্যই সুযোগ

লোন, রাইডার ও কর ছাড়

জীবন উৎসব পলিসি শুধুমাত্র বীমা বা আয়ের জন্য নয়, বরং আরো কিছু সুবিধা দিচ্ছে। প্রথমত, দু’বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর এই পলিসির উপর আপনি খুব সহজেই লোন নিতে পারবেন। দ্বিতীয়ত, দুর্ঘটনা, অক্ষমতা, অসুস্থতা ইত্যাদির জন্য থাকছে আলাদা রাইডার সুবিধা। তৃতীয়ত, ধারা ৮০সি অনুযায়ী এখানে আপনি সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন।

Leave a Comment