দিনে ৩৩ কোটি লেনদেন! ৬০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁল PhonePe

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতে এখন অফলাইন লেনদেনের থেকে অনলাইন লেনদেন বেশি হয়। এখন দেশের প্রায় ৬০ শতাংশ মানুষই অনলাইন পেমেন্ট ব্যবহার করে। সে PhonePe বলুন, বা Google Pay বলুন, কিংবা Paytm। ক্যাশ টাকার কারবার এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কারণে দিনের পর দিন কমে আসছে। আর এরই মধ্যে এক নতুন জায়গায় পৌঁছে গেল PhonePe।

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক বিশাল মাইলফলক স্পর্শ করল PhonePe। গত মঙ্গলবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, PhonePe প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্যবহারকারী ৬০ কোটির গণ্ডি পার করেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এটি ভারতের ডিজিটাল অর্থনীতির এক দ্রুত সম্প্রসারণ হতে চলেছে।

৬০ কোটির মাইলফলক

সম্প্রতি PhonePe-এর সহ প্রতিষ্ঠাতা এবং CEO সমীর নিগম এই সাফল্যে উচ্ছাসিত হয়ে জানিয়েছেন, “PhonePe পরিবারের জন্য একটি বিশেষ গর্বের মুহূর্ত। আমরা আমাদের ইউজারদের চাহিদা পূরণ করতে পেরেছি এবং নতুন নতুন দেশীয় সমাধান তৈরি করতে পেরেছি। এবার ভারতের ডিজিটাল রূপান্তরকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাব।”

১ বছরে ব্যাপক বৃদ্ধি

এক রিপোর্ট বলছে, বিগত বছরের মার্চ মাসে PhonePe ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৩ কোটি। আর এখন মাত্র এক বছরের ব্যবধানে সেই সংখ্যা ৭ কোটিরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তার সবথেকে বড় কারণ।

প্রতিদিন কত ট্রানজেকশন হচ্ছে?

PhonePe-এর পরিসংখ্যান বলছে, দিনে ৩৩ কোটির বেশি লেনদেন সম্পন্ন হচ্ছে এই অ্যাপ ব্যবহার করে। এই কোম্পানি দাবি করছে যে, বছরে ১৫০ লাখ কোটি টাকারও বেশি লেনদেন করা হয় জনপ্রিয় এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। 

আরও পড়ুন: পুরনো নোট বা কয়েন থাকলেই রাতারাতি কোটিপতি! শুধু এই ট্রিক্সগুলি মানুন

ভারতের ডিজিটাল বিপ্লবে PhonePe-এর ভূমিকা

ভারত এখন ডিজিটাল ফার্স্ট অর্থনীতির দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। যেখানে নগদ লেনদেনের কারবার কমে আসছে এবং ডিজিটাল লেনদেনের কারবার বাড়ছে। PhonePe-এর মতো প্ল্যাটফর্ম এই পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৬০ কোটির বেশি ব্যবহারকারীর আস্থা অর্জন করে PhonePe আরো বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে, তা এখন স্পষ্ট। ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ নিয়ে এখন সংস্থার CEO যথেষ্ট আশাবাদী। তারা ভবিষ্যতে আরো ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চায়। এখন দেখার PhonePe কীভাবে ডিজিটাল জগতে বিপ্লব নিয়ে আসে।

Leave a Comment