3 crore new houses will be the decision has been taken in the cabinet what will the people of west bengal get
WhatsApp Group Join Now

NDA তথা বিজেপি সরকারের তৃতীয় মেয়াদে, নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা বিরাট সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ ও শহরাঞ্চলে আরও 3 কোটি বাড়ি তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

গত 10 বছরে যোগ্য অর্থনৈতিকভাবে দরিদ্র পরিবারকে 4.21 কোটি বাড়ি বরাদ্দ করেছে PMAY। তারই সঙ্গে যুক্ত হবে আরও 3 কোটি বাড়ি।

PMO বিবৃতিতে বলা হয়েছে যে PMAY-এর অধীনে নির্মিত বাড়িগুলিতে টয়লেট, এলপিজি রান্নার গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, কার্যকরী জলের ট্যাপ সংযোগ ইত্যাদির মতো মৌলিক সুবিধা দেওয়া হয়, যা অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের অধীনে সরবরাহ করা হয়।

এতে আরও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গত বছর থেকে গ্রামীণ ও শহরাঞ্চলে আবাসন ঘাটতি কাটিয়ে উঠতে এই পরিকল্পনা নিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী, গত বছর স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছিলেন যে সরকার শহরাঞ্চলে মধ্যবিত্ত পরিবারের জন্য গৃহঋণের সুদের উপর ত্রাণ দেওয়ার পরিকল্পনা করছে।

লাল কেল্লার প্রাচীর থেকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, “মধ্যবিত্ত পরিবারগুলি নিজস্ব বাড়ির স্বপ্ন দেখে। আমরা আগামী কয়েক বছরের মধ্যে এটির জন্য একটি পরিকল্পনা নিয়ে আসছি। যে পরিবারের সদস্যরা শহরে থাকেন কিন্তু ভাড়া বাড়িতে থাকেন, বস্তিতে থাকেন, কলোনিতে থাকেন, তাঁরা এই সুবিধা পাবেন। ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের সুদে ত্রাণ দিয়ে আমরা মানুষকে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।

WhatsApp Group Join Now

উল্লেখ্য, এই বছরের ফেব্রুয়ারিতে 2024-25-এর অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথমে গ্রামীণ এলাকায় দুই কোটি অতিরিক্ত বাড়ি নির্মাণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।

তিনি বলেছিলেন, কোভিডের কারণে চ্যালেঞ্জ সত্ত্বেও, PMAY-G-এর বাস্তবায়ন অব্যাহত রয়েছে এবং আমরা তিন কোটি বাড়ির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি রয়েছি। পরিবারের সংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছরে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে।

আরো পড়ুন: ১০০০ টাকা মাসে মাসে পাবে, রাজ্যের আরো ৫০ হাজার মানুষ

পশ্চিমবঙ্গে আবাস যোজনার বেহাল দশা

সারা দেশে কেন্দ্র বাড়ি তৈরি করলেও, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কোনও টাকাই দেয়নি সরকার। রাজ্যের কোষাগার থেকেই আবাস যোজনার অধীনে তৈরি হয়েছে 47 লক্ষ বাড়ি। আরও 11 লক্ষ বাড়ি এইভাবেই তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন মমতা সরকার। আগামী ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *