দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার একের পর এক প্রকল্প চালু করেছে। আর তেমনই একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana), যার আওতায় প্রতি বছর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ৬০০০ টাকা করে দেওয়া হয়। আর এটি মূলত তিনটি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে মেলে।
এখন দেশজুড়ে কৃষকদের মধ্যে উত্তেজনা বলতে গেলে তুঙ্গে। কারণ সকলেই এখন এই প্রকল্পের ২০ তম কিস্তির জন্য অপেক্ষা করছে। প্রশ্ন উঠছে যে, কবে আসতে পারে এই ২০ তম কিস্তির টাকা? কে পাবেন, কীভাবে পাবেন? কীভাবেই বা আবেদন করবেন? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
কবে আসবে ২০ তম কিস্তি?
যদিও সরকারের তরফ থেকে এখনো অফিসিয়াল ভাবে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আগামী আগস্ট মাসের ২ তারিখের আশেপাশে ২০ তম কিস্তি পাওয়া যেতে পারে। এর আগে ১৯ তম কিস্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে যদি কোনো কৃষকের e-KYC সম্পন্ন না হয়, অর্থাৎ আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে, তাহলে এই প্রকল্পের টাকা আটকে যাবে।
কারা এই প্রকল্পের টাকা পাবে?
এই প্রকল্পের আওতায় শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই পড়বে, যাদের নামে জমির মালিকানা রয়েছে, যাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা রয়েছে এবং যারা ই-কেওয়াইসি সম্পন্ন করেছে। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবীরা এই প্রকল্পের আওতায় পড়ে না।
আরও পড়ুন: মিনিমাম ব্যালেন্স, ATM লেনদেন, সুদের হার, ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে সব নিয়ম! PNB গ্রাহক হলেই জানুন
কীভাবে আবেদন করবেন?
যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি, তাদের জন্য রয়েছে সহজ অনলাইনে আবেদন পদ্ধতি। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক—
- প্রথমে https://pmkisan.gov.in ওয়েবসাইটে যান।
- এরপর হোম পেজে গিয়ে ‘New Farmer Registration’ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর আপনি গ্রামীণ নাকি শহুরে কৃষক, তা নির্বাচন করুন।
- এরপর আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর ইনপুট করুন।
- এক্ষেত্রে আধার নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে ও ই-কেওয়াইসি সম্পন্ন করা দরকার।
- এরপর ক্যাপচা কোড ইনপুট করুন।
- মোবাইলে আসা ওটিপি বসিয়ে দিন।
- এরপর জমির দলিল, ব্যাংক পাসবুক ইত্যাদি যাবতীয় ডকুমেন্ট আপলোড করুন।
- এরপর ফর্ম সাবমিট করে দিন।
ফর্ম সাবমিট করার পর আপনি বেনিফিশারি স্ট্যাটাসে বিভাগে গিয়ে নিজের আবেদন এবং কিস্তির অবস্থা দেখে নিতে পারবেন।