2000 job vacancies in the state see where to recruit
WhatsApp Group Join Now

চলমান NEET বিতর্কেই ধামাকা করছে রাজ্য। 7 ধরনের মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা করেছে ইতিমধ্যেই। RT, ECG, EMG, ডায়ালিসিস, RD, পারফিউসনিস্ট, ক্যাথল্যাব, OT, সবক্ষেত্রেই মিলবে চাকরি।

রাজ্যজুড়ে নতুন শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে আরও 8 মেডিক্যাল কলেজ। MBBS আসন 6,000 ছাড়িয়ে যাবে। মোট মেডিক্যাল কলেজের সংখ্যা দাঁড়াবে 44টিতে। এরই মধ্যে মেডিক্যাল খাতে নিয়োগ ও ছাত্র ভর্তির খবর প্রকাশ্যে।

2025-26 শিক্ষাবর্ষ থেকে কোন কোন কলেজে ভর্তি নেওয়া হবে?

1) নিউ টাউনের পিকেজি মেডিক্যাল কলেজ।

2) কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।

3) রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।

WhatsApp Group Join Now

4) খড়গপুরের ডাঃ বি সি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার।

5) রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ।

6) অশোকনগরের এমআর ইনস্টিটিউট সায়েন্স।

7) বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।

8) পুরুলিয়ার ভারত মেডিক্যাল কলেজ।

কোথায় কোন খাতে চাকরি দিচ্ছে মমতা সরকার?

রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে। জানা গিয়েছে, শিক্ষকদের পাশাপাশি চিকিৎসক, মেডিক্যাল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ প্রায় 2,000 কর্মী নিয়োগ করা হবে। আসলে 2023 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত, যত শূন্য পদ রয়েছে, সবগুলোই পূর্ণ করা হবে।

শূন্যপদ ও পদের বিবরণ

সূত্রের খবর, 2,000 শূন্যপদে নিয়োগ করা হবে। ওই 2,000 শূন্য পদের মধ্যে এর মোট শূন্যপদ সংখ্যার মধ্যে 1600 জন নতুন প্রার্থীকে নিয়োগ করা হবে। আর নিয়োগের লাইনে আটকে থাকা বাকি 400 জনকে নিয়োগ করা হবে। মোট 20টি পদে চলবে নিয়োগ। যদিও শিক্ষক চিকিৎসক পদই বেশি লোক নেবে।

1) রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে মোটামুটি 550 সহকারী অধ্যাপক নিয়োগ করতে পারে দফতর।

2) ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে আরও 300 জনকর।

আরো পড়ুন: কেন্দ্রের পর রাজ্যের কর্মীদের জন্যও সুখবর! তবে ফারাক অনেকটা থেকেই গেল

3) অন্যান্য মেডিক্যাল টেকনোলজিস্ট পদেও চাকরি পাবেন আরও 700 জন।

4) আর বাকি পদগুলো ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-সহ অন্যান্যরা পূরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *