শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া উচিত নয়- সুপ্রিম কোর্ট রাজ্যের OBC সার্টিফিকেট মামলার শুনানিতে এরূপ মন্তব্য করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ২০১০ সালের পর থেকে দেওয়া প্রায় ১২ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্য সুপ্রিম কোর্টের দারস্থ হয়। তবে শীর্ষ আদালত এখনো এই বিষয়ে কোনো চূড়ান্ত শুনানি দেয়নি।
কী ঘটেছিল?
২০১৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ জারি করে, যেখানে বলা হয় ২০১০ সালের পর থেকে দেওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। আদালত জানায় এই সার্টিফিকেট তৈরীর ক্ষেত্রে কোন সঠিক সমীক্ষা বা প্রমাণের উপর ভিত্তি করা হয়নি।
রাজ্যের পক্ষ থেকে এই শুনানিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে, হাইকোর্টের নির্দেশে বহু মানুষ সরকারি প্রকল্প যেমন- রেশন সুবিধা, স্কলার্শিপ ইত্যাদি থেকে থেকে বঞ্চিত হচ্ছেন।
সুপ্রিম কোর্টের পদক্ষেপ
শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
- বিচারপতি বি আর গাভাই মন্তব্য করেন, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কোনরকম সংরক্ষণ প্রাপ্য নয়। সংরক্ষণের ভিত্তি হওয়া উচিত আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষকে কেন্দ্র করে।
- বিচারপতি বিশ্বনাথন প্রশ্ন করেন, রাজ্য সরকার কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সংরক্ষণের তালিকা তৈরি করছে?
তবে রাজ্য দাবি করে, তালিকা বিশ্ববিদ্যালয় তৈরি করেনি। তারা শুধুমাত্র শ্রেণীবিন্যাস করেছিল।
আইনজীবীদের বক্তব্য
রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানাণ, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল এবং পশ্চিমবঙ্গের সংরক্ষণের তালিকায় শুধু মুসলিমরা নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও রয়েছেন।
মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী পিএস পাটোয়ালিয়া দাবি করেন, এই তালিকা তৈরিতে কোন নির্দিষ্ট সমীক্ষা করা হয়নি। তাই এই তালিকা সম্পূর্ণ ভুল।
আরও পড়ুন: EPFO ও ESIC কর্মচারীদের জন্য বড় খবর! এক ধাক্কায় বেতন বাড়ছে ২৫,০০০ টাকা
হাইকোর্টের রায় কেন বিতর্কিত?
হাইকোর্ট জানিয়েছিল OBC তালিকা তৈরি করতে হবে সঠিক সমীক্ষার মাধ্যমে এবং তা রাজ্যের বিধানসভায় পেশ করতে হবে। তবে রাজ্যের মতে এই প্রক্রিয়া দীর্ঘ সময়সাপেক্ষ এবং এই রায়ের ফলে বহু মানুষ সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তারা এখনই কোন নির্দেশ দেবে না। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে।
OBC সার্টিফিকেট নিয়ে রাজ্যের এই আইনি লড়াই শুধুমাত্র সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা নয়, সামাজিক ও অর্থনৈতিক সমতার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কেমন হবে তা জানুয়ারি মাসেই দেখা যাবে।