৩০ টাকায় ১ কোটি টাকার লটারি! প্রতারণা করে সেই টাকা হাতিয়ে নিল আপন বন্ধু

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। একদিকে লটারিতে ১ কোটি টাকা জয়ের (Lottery Winner) আনন্দ, আরেকদিকে বন্ধুর দ্বারা প্রতারণা। সবমিলিয়ে জীবনটাই ওলটপালট হয়ে গেল কিরন শেখ নামের এক দিনমজুরের।

ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতু গ্রামের সাধারণ এক ব্যাক্তি, যিনি প্রতিদিনের মতো পরিশ্রম করেই দিন চালাতেন। তবে হঠাৎ করে তিনি জানেন যে, তিনি লটারিতে ১ কোটি টাকা পুরস্কার জিতেছে। কিন্তু সেই ভাগ্য যেন তার জন্য নির্মম পরিহাস হয়ে উঠে।

লটারি কাটার সেই দিনের ঘটনা..

ঘটনাটি গত মার্চ মাসের। কলকাতার ঝালগাছির একটি লটারির দোকান থেকে তিনি ৩০ টাকা দিয়ে একটি ডিয়ার লটারির টিকিট কাটেন। তখন তার সঙ্গে ছিলেন তার বহুদিনের সহকর্মী তথা এক বন্ধু। টিকিট কাটার পর লটারির ফলাফল বের হয়। কিরণ যখন কেতুগ্রামে, তখন কলকাতা থেকে ফোন আসে তার বন্ধুর। সে জানায় টিকিটে নাকি হাজার টাকার মতো টাকা জিতেছে।

সন্দেহের শুরু এবং বিশ্বাসে ভাঙন

প্রথমে কিরণের মনে হয়েছিল যে, বন্ধু হয়তো তার সঙ্গে মজা করছে। কিন্তু বন্ধুটি খুব সাধারণভাবে জানায় যে, লটারির নাম্বার মিলিয়ে দেখবে। কিরণ বিশেষ কিছু ভাবেনি। আর সেখানেই ঘটে আসলে প্রতারণা। বন্ধুর কথা রাখতে গিয়ে কিরণ তাকে টিকিটটি দেখান। কিন্তু পরে জানা যায় যে, সেই বন্ধু সেই সময় কৌশলে টিকিটটি বদলে নেন এবং আসল কোটি টাকার টিকিটটি নিজের পকেটে রেখে দেন।

কিন্তু এর কয়েকদিন পর হঠাৎ সেই লটারির টিকিট বিক্রেতা কিরণের কাছে ফোন করে। তিনি অবাক হয়ে কিরণকে বলেন যে, তোমার কাটা টিকিটে ১ কোটি টাকা পুরস্কার হয়েছে। আর এই খবর শোনামাত্র রীতিমতো ভিমড়ি খান কিরণ। তড়িঘড়ি নিজের টিকিটটিকে খুঁজে মিলিয়ে দেখেন, মিলছে না। আর তখন মনে পড়ে যে, টিকিটটি তার বন্ধুর কাছে ছিল।

বন্ধুত্বের মুখোশ খোলার পালা

সেখান থেকেই শুরু হয় কিরণের টালমাটাল অবস্থা। যাকে তিনি বন্ধু ভেবে বিশ্বাস করেছিলেন, সেই মানুষটিই তাকে কোটি টাকার প্রতারণা করেছে। আর এই সত্য তার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন ছিল। পরিবার থেকে শুরু করে প্রতিবেশী,সবাই স্তব্ধ এবং হতবাগ হয়ে যায়। দারিদ্র্যের সঙ্গে লড়ে যাওয়া কিরণ হঠাৎ স্বপ্ন দেখেছিল ভালো থাকার, কিন্তু ভাগ্য তাকে আবারও খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ১১ রাজ্যের ১৫টি ব্যাংক মিশে যাচ্ছে, ১লা মে ব্যাঙ্কিং ব্যবস্থায় বড়সড় রদবদল

কিরণ শেখের বক্তব্য

সংবাদ মাধ্যমকে কিরণ জানিয়েছেন, আমি ওই টিকিটটিকে ঘুমিয়ে পড়ার আগে ব্যাগে রেখেছিলাম। আর তখনই বন্ধু বলেছিল টিকিটটিকে মিলিয়ে দেখবে। আমি ভাবিনি সে আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে। পরে জানতে পারি যে, টিকিটটিকে বদলে নিয়েছে। তিনি আরো বলেন, আমি কোন অভিযোগ দায়ের করিনি এখনো। কিন্তু আমি চাই এরকম প্রতারণা যেন আর কারো সঙ্গে না হয়।

Leave a Comment