you will get 300 units of free electricity as well as a subsidy of 18000 rupees
WhatsApp Group Join Now

1 কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করে, বিনামূল্যে বিদ্যুতের সুবিধা নিতে পারেন আপনিও। লোকসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা, বাড়তে থাকা বিদ্যুতের বিলের চাপ কমাতে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল।

75000 কোটি টাকা বিনিয়োগ করে দেশের 1 কোটি পরিবারকে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে সরকার। এর অধীনে নিজের পকেট থেকেও মাত্র কয়েকটা টাকা খরচ করে, নিজের বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটান, অবশিষ্ট বিদ্যুৎ বিক্রি করেও টাকা আয় করুন। আবার এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের থেকেও ভর্তুকি লাভ করুন। একেই বলছে এক ঢিলে তিন পাখি।

সবটা জেনে আপনিও যদি প্রধানমন্ত্রী সূর্য ঘর বিজলী প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে পুরো প্রতিবেদনটি পড়ুন, যাতে আপনি স্কিমের সুবিধা নিতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়।

বাড়িতে সোলার প্যানেল বসিয়ে কত টাকা করে ভর্তুকি পাবেন?

নিজের বাড়ির ছাদে সৌর প্যানেল ইনস্টল করলে, আপনিও PM সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের অধীনে ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন। তবে, মনে রাখবেন যে ভর্তুকি পেতে হলে লোড 85% এর বেশি হলে চলবে না।

  • 1 কিলোওয়াটের জন্য মোট 18 হাজার টাকা দেবে সরকার।
  • 2 কিলোওয়াট পর্যন্ত 30,000 টাকা দেবে সরকার।
  • 3 কিলোওয়াটের জন্য 78,000 টাকা ভর্তুকি দেবে সরকার।

কত টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে?

WhatsApp Group Join Now

1 কিলোওয়াট সোলার প্যানেল 120 কিলোওয়াট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।

3 কিলোওয়াট সোলার প্যানেল থেকে 7 টাকা প্রতি ইউনিটে মোট 30,240 টাকা সাশ্রয় করা যাবে।

3 কিলোওয়াটের দাম 2 লক্ষ টাকা। ভর্তুকি দেওয়া হবে 78000 টাকা। এই ক্ষেত্রে খরচ হবে 1.2 লক্ষ টাকা।

সবমিলিয়ে প্রতি বছর আপনি 30 হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে সম্পূর্ণ খরচ তুলে নিতে পারবেন।

আরো পড়ুন: আগেও মিলত এখনও মিলবে, রান্নার গ্যাসে ৩০০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, কীভাবে পাবেন দেখুন

সোলার প্যানেল ইনস্টল করতে কত টাকা খরচ হবে?

সোলার প্যানেল ইনস্টল করলে, এর খরচ ভিন্ন ক্ষমতা অনুযায়ী ভিন্ন হতে পারে।

1 কিলোওয়াটের জন্য খরচ হবে প্রায় 90 হাজার টাকা।

2 কিলোওয়াটের জন্য খরচ হবে 1.5 লাখ টাকা।

3 কিলোওয়াটের জন্য খরচ হবে 2 লাখ টাকা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *