৫০ দিন কাজ করলেই পাবেন ১০০ দিনের টাকা! নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই মুহূর্তে ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে গরিব মানুষের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই প্রকল্পের অর্থ নিয়ে রাজ্যের শাসক দল ও স্থানীয় প্রশাসন ব্যাপক দুর্নীতি করেছে বলে অভিযোগ।

আর তাই কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ দিচ্ছে না, ফলে সমস্যায় পড়েছে গরিব মানুষরা। এবার তারই পাল্টা ৫০ দিনের কাজ প্রকল্প নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম দেওয়া হয়েছে ‘কর্মশ্রী’!

গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তার রূপরেখা সম্বন্ধে বা কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়ে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি এই কর্মশ্রী প্রকল্পের চূড়ান্ত রূপরেখা সকলের সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, জব কার্ড হোল্ডাররা এবার বছরে ৫০ দিনের কাজ পাবেন। তবে এই কাজ করেই ১০০ দিনের সমান টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পের নাম ১০০ দিনের কাজ হলেও গরিব মানুষরা সাধারণত ৩০-৩৫ দিনের বেশি কাজ পেত না।

এই বিষয়ে বাংলা‌’ই তালিকায় এগিয়েছিল। কেন্দ্র টাকা দিচ্ছে না বলে গরিব মানুষের দুঃখ দূর করতে আমরা এগিয়ে এসেছি। এক্ষেত্রে বছরে ৫০ দিন কাজ দেওয়া হবে, তবে ১০০ দিনের কাজের সমান টাকাই দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এও জানান, যাদের জব কার্ড আছে তাঁরাই কেবলমাত্র এই প্রকল্পে কাজ পাবেন।

কর্মশ্রী প্রকল্পের পুরো টাকাটাই রাজ্য সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ২০২৪-২৫ অর্থবর্ষে ৭৫ লক্ষ জব কার্ড হোল্ডারকে কর্মশ্রী প্রকল্পে কাজ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী এপ্রিল-মে মাস থেকে কর্মশ্রী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা দুর্নীতির অভিযোগে আটকে রাখায় গত ১ মার্চ রাজ্যের ২৪ লক্ষ জব কার্ড হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার নিজের তহবিল থেকে বকেয়া মিটিয়ে দিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বকেয়া পরিশোধের পর এবার অসহায় গরিবদের জন্য আবারও কাজের নিশ্চয়তা নিয়ে হাজির হল রাজ্য। প্রকল্প মূলত এক থাকলেও রাজ্য সরকার অর্থ দেবে বলে নাম বদলে দেওয়া হয়েছে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 সিভিক ভলেন্টিয়াররা এপ্রিল মাস থেকে বেশি টাকা পাবে, তার সাথে আরো একটি সুখবর

👉 PNB-এর গ্রাহকদের আর কোথায় যেতে হবেনা, এবার ঘরে বসেই পাওয়া যাবে এই সুবিধা

👉 ৩১ মার্চ লাস্ট ডেট! এই কাজটা না করলে PPF, NPS, SSY সব বন্ধ হয়ে যাবে

👉 লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১২০০ টাকা পাবেন, তবে এই কাগজ থাকতেই হবে

👉 ব্যাঙ্ক থেকে ধীরে ধীরে টাকা উধাও হয়ে যাবে! কোন ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে জানেন কি?

Leave a Comment