সিভিক ভলেন্টিয়ারদের জন্য একের পর এক সুখবর আসছে। বর্ধিত ভাতা, সরাসরি পুলিশে চাকরি, বেতন বৃদ্ধির খবরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এবার আরেকটি জিনিস ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকার এবার ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে। স্বাভাবিকভাবেই এই খবরে রাজ্যের হাজার হাজার বেকার যুবক-যুবতী আশার আলো দেখতে শুরু করেছেন। এই খবরটাই নিয়েই এবার বড় আপডেট দিল রাজ্য পুলিশ।
এপ্রিল মাস থেকেই আরও বেশি মাসিক বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এই নিয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হবে। সেই মত এই বিজ্ঞপ্তি জারি করা হল। এর ফলে রাজ্যে বর্তমানে কর্মরত প্রায় দুই লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন।
এর আগে সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। তা ঘোষণা হয়েছিল ২০২৪ সালের একেবারে প্রথমের দিকে। কলকাতা পুলিশের মত রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও ৫,৩০০ টাকা করে অ্যাড হক বোনাস দেওয়া হয় এই বছর।
এর আগে তাঁরা বোনাস পেতেন ২০০০ টাকা করে। অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার ৩,৩০০ টাকা বোনাস বাড়িয়েছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শুধু তাই নয় সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ১০% সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ২০% সংরক্ষণ করা হচ্ছে।
এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। উল্লেখ্য এই ক্ষেত্রে প্রথম নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সিদ্ধান্ত হয়েছে জুনিয়র কনস্টেবল পদ তৈরি করা হবে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের স্থায়ী চাকরি দেওয়ার জন্য।
স্বাভাবিকভাবেই এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ১ লক্ষ সেভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দেখে সকলের মধ্যেই কৌতূহল দেখা দিয়েছে কবে সেই নিয়োগ প্রক্রিয়ার শুরু হবে, কবে থেকে চাকরি পাওয়া যাবে তা নিয়ে নানান জায়গায় খোঁজখবর শুরু করেছিলেন অনেকে।
ঠিক তখনই জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবরটি সম্পূর্ণ ভুয়ো। রাজ্য পুলিশ নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ATM কার্ড না থাকলেও চলবে, এখন আধার কার্ড দিয়েই হবে এই কাজ
👉 ৫০০০ কোটি টাকায় হবেনা, ১০ হাজার কোটি চাইল এই রাজ্য
👉 অনেক হলো DA! এবার এই সরকারি কর্মীরা পাবে ৬০০০ টাকা, বিজ্ঞপ্তি জারি হলো
👉 এবার RBI এর শাস্তির মুখে বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কাউকে ছাড় দেওয়া হবেনা
👉 মোদি সকলকে এই চিঠি পাঠাচ্ছে! কী লেখা আছে তাতে?