ফোনে নেট যখন তখন স্লো হচ্ছে? এই সেটিংস অন করুন তারপর দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে কোন মানুষের বাড়িতে কেবল কানেকশন নাই থাকতে পারে কিন্তু ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকবে। কারণ কেবল কানেকশন না থাকলেও ইন্টারনেট থাকলে ফোনের সাহায্যে টেলিভিশন দেখা সম্ভব, কিন্তু ফোন ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। তাই দিন দরিদ্র সাধারণ মানুষ দিন আনি দিন খায় সকল মানুষের ঘরেই ফোন আর সবার ফোনে ইন্টারনেট প্যাক।

বর্তমানে সকল টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবা দিতে শুরু করেছে। তবে অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে নেটের স্পিড কমে যায়, নেটের স্পিড স্লো হয়ে যায়। আবার অনেক সময় স্লো নেটের থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা। সেই সময় ইন্টারনেটে যারা কাজ করেন তাদের কাজ বন্ধ করে রাখতে হয়। যদি আপনার মোবাইলেও মাঝে সাঝে ইন্টারনেট স্লো হয়ে থাকে তবে বিস্তারিত জেনে নিন। 

ইন্টারনেট যদি স্লো হয়ে যায় তাহলে কীভাবে ঠিক করবেন জেনে নিন

১) অনেক সময় রিচার্জ থাকলেও দুর্বল নেটওয়ার্কের কারণে  ইন্টারনেট স্লো হয়ে যায় সে ক্ষেত্রে আপনার মোবাইলের নেটওয়ার্ক স্ট্রেন্থ একবার চেক করতে ফোনের সেটিং এ গিয়ে about phone অপশনে যান, সেখানে গিয়ে সিম স্ট্যাটাস অপশনে ক্লিক করে নেটওয়ার্ক কভারেজের ক্ষমতা চেক করুন। যদি এই কভারেজের ক্ষমতা -50dbm থেকে -70dbm পর্যন্ত সিগন্যাল থাকে তাহলে বুঝবেন ঠিকঠাক আছে।

২) রোজকার ডেইলি ইন্টারনেট প্যাক শেষ হয়ে গেলে ইন্টারনেট স্লো হয়ে যায় অনেক সময়, তাই যদি আপনার ইন্টারনেট পরিষেবা কোন কারনে স্লো হয়ে যায় তাহলে সেদিনকির জন্য একটা প্যাক রিচার্জ করে নিন।

৩) অনেক সময় মোবাইলের ব্যাক কভারের জন্য ইন্টারনেটের সমস্যা হয়, সে ক্ষেত্রে মোবাইলের ব্যাক কভারটি একবার খুলে নিয়ে ইন্টারনেট কানেকশন অন করলেই  দেখবেন আবার স্পিডে নেট কাজ করতে শুরু করেছে।

৪) অনেক সময় ফোন হ্যাং করে, তাই যদি ইন্টারনেট স্লো হয়ে যায় তাহলে একবার ফোনের এরোপ্লেন মোড অন করে অফ করে দিন। দেখবেন নেট আগের মত স্পিডে চলে এসেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৫) অনেক সময় (অ্যাক্সেস পয়েন্ট নেম) APN  ঠিক না থাকলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে ফোনের সেটিং এ গিয়ে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট নির্বাচন করে  এসেস পয়েন্ট নেম নির্বাচন করুন। এরপর রেজাল্ট টু ডিফল্ট এ ক্লিক করুন।

আরো পড়ুনঃ মাত্র ৬৭৯ টাকায় Redmi 12 5G ফোন! অফার চলছে, কীভাবে পাবেন দেখুন

অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রগুলো কোন কাজেই আসেনা, উপরিউক্ত যে বিষয়গুলি বললাম সেগুলি করার পরেও যদি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন স্লো থাকে সে ক্ষেত্রে আপনি যে কোম্পানির সিম ইউজ করেন সেই টেলিকম সংস্থার কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে আপনার অভিযোগ জানান এক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নেবে।

Leave a Comment