রান্নার গ্যাসের কেওয়াইসি জমা দেওয়ার জন্য, যারা অনলাইনে জমা দিচ্ছেন তাদের জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন যে, কোনো রকম ডেড লাইন নেই। গত মঙ্গলবার কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথী সানের এক চিঠির জবাবে হরদীপ পুরী এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়ে দিয়েছেন।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, ভুয়ো অ্যাকাউন্ট নির্মূল করতে ও বাণিজ্যিক সিলিন্ডারের জালিয়াতি রুখতে এল পি জি গ্রাহকদের কেওয়াইসি আধার করবার জন্য জোর দিচ্ছে তেল প্রস্তুতকারক সংস্থা গুলি। একই সাথে মন্ত্রী আরও জানিয়েছেন যে, প্রকৃত এলপিজি উপভোক্তরাই যাতে এই পরিষেবা পান তা সুনিশ্চিত করতে হবে।
বাড়িতে বসে মোবাইল থেকেই গ্যাসের eKYC করতে পারবেন মাত্র দুটি অ্যাপ ইন্সটল করে। একটি ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ আরেকটি স্ক্যানার সুবিধা প্রদানকারী অ্যাপ। এছাড়া মোবাইলে এম আধার ও রাখতে হবে।
মোবাইলে এইভাবেই করা যাবে গ্যাসের KYC
রান্নার গ্যাস কানেকশনের ই-কেওয়াইসি করার জন্য প্রথমে ইন্ডিয়ান অয়েলের অ্যাপটি ওপেন করে নিজের একটি প্রোফাইল তৈরি করুন তারপর মেনু থেকে এলপিজি সেকশন চুজ করে নিন এবার ডোমেস্টিক এলপিজি কানেকশন বাছুন।
এর পর এতে ক্লিক করলে এলপিজি ড্যাশ বোর্ড স্কিনের মধ্যে দেখাবে। এর মধ্যে আধার কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। কে ওয়াই সি তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন ও নীচের ফেস স্ক্যান অপশনে ক্লিক করুন।
ফোনে আরডি সার্ভিস এর ব্যবস্থা করতে হবে। প্লে স্টোর থেকে আধার ফেস আর ডি অ্যাপটিকে ফোনে ইন্সটল করতে হবে ও এই অ্যাপটি UIDAI এর দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। ফেস স্ক্যান করে সাবমিট করলেই গ্যাসের ই কে ওয়াইসি সম্পন্ন হবে।
আরো পড়ুন: ৫০০ টাকার মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডার, ৮ মাস এই মিলবে সুবিধা
www.mylpg.in সাইটে গিয়েও ই কে ওয়াইসি সাবমিট করুন, এখানে LPG Subscription Id লিখবেন ও আইডি লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন