ছোটরা কেন মিছিলে যাবে? স্কুলের ইউনিফর্ম রয়েছে স্কুলে পড়াশোনার জন্য? পড়ুয়াদের মিছিলে এবার কড়া নিষেধাজ্ঞা জারি করে বসেছে সরকার। বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন মিছিল বা আন্দোলন সংক্রান্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না ছাত্রছাত্রীরা।
কারণ বর্তমানে, রাজ্য জুড়ে আর জি কর মেডিকেল কলেজের হত্যা কাণ্ডের প্রতিবাদর পাঠরত ছাত্রছাত্রীরাও আন্দোলনে নামছেন। নারী সুরক্ষার দাবি তাঁদের এই প্রতিবাদ কখনওই বৃথা যাবে না ঠিকই। কিন্তু এইভাবে ছোটদের বাইরে বেরোনো মানানসই নয় বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।
শিক্ষা বিভাগের এই তরফের নির্দেশ অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলিতে প্রাথমিকভাবে এই নোটিশ জারি করা হয়েছে। পরবর্তীতে এটি সারা রাজ্যের স্কুলের জন্যই জারি করা হবে বলে খবর।
মিছিল বের করার জন্য শো কজ তিন স্কুলকে
শুধু তাই নয়। সম্প্রতি হাওড়ার তিন স্কুলের পড়ুয়ারা আর জি কর কাণ্ডের প্রতিবাদে, বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল। শিক্ষকদের দাবি যে স্কুল ছুটির পরেই তারা আন্দোলনে পা বাড়িয়েছিল। স্কুলের কোনও শিক্ষাকর্মীরা যুক্ত ছিলেন না। কিন্তু সে কথা মানতে নারাজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে হাওড়ার তিন স্কুলে- বালুহাটি উচ্চ বিদ্যালয়, বালুহাটি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যান্ট্রা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়।
আরো পড়ুনঃ স্কুলে ছাত্রছাত্রীদের গায়ে হাত দিলেই বিপদ! শিক্ষকদের উদ্দেশ্যে নোটিশ দিয়ে একরকম হুমকি দিল সরকার
বিজ্ঞপ্তি জারি করে যা বলা হয়েছে
বিজ্ঞপ্তি জারি করে, জেলা শিক্ষা দফতর বলেছে যে ‘23.08.2024 তারিখে আপনার স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা স্কুল চলাকালীন সময়ে একটি সমাবেশের আয়োজন করেছিল। এই ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের হুমকির মধ্যে ফেলে কারণ এটি নিরাপদ নয় এবং এটি শিশু অধিকারের লঙ্ঘন।’
উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে, কেন আপনার বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে জড়িত এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে তা ব্যাখ্যা করার জন্য আপনাকে নোটিস পাঠাবো হয়েছে। আপনাকে এই কারণ দর্শানোর জন্য 24 ঘণ্টা সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে উত্তর দিতে না পারলে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।