দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের জন্য ডিএ নিয়ে আসতে পারে সুখবর। এক্ষেত্রে মূল বিষয়টাই বদলে যেতে পারে। ফলে প্রতি মাসে মূল বেতন এবং ডিএ বাবদ প্রাপ্তি অনেকটাই বেড়ে যেতে পারে। তবে তার জন্য ৩১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে। অবশ্য এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে সেই বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে আরও বেশ কিছু ভাতা এবং আর্থিক সুবিধা বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
লোকসভা ভোট ঘোষণার আগেই এই বৃদ্ধিগুলো জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও দুশ্চিন্তা কমছে না সরকারি কর্মীদের। উল্টে নিয়মতান্ত্রিক জটিলতায় তাঁদের প্রাপ্তির ভাঁড়ারে আগামী দিনে টান পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
এমনিতে প্রতি চার মাসে একবার করে মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার। আর এই হার নির্ধারিত হয় ACPI সূচকের ভিত্তিতে। নিয়ম অনুযায়ী এবার ডিএ বাড়ানোর সময়ে এই ৫০ শতাংশ মহার্ঘ ভাতাকে কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের পক্ষ থেকে নতুন আপডেট দিয়ে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কথা। কারণ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ ৫০ শতাংশ হলেই তা মূল বেতনের সঙ্গে জুড়ে দিতে হবে এবং মহার্ঘ ভাতার গণনা আবার শূন্য (০) থেকে শুরু হবে। যা ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন চালু সময় শেষবার হয়েছিল।
আরো পড়ুনঃ G Pay এর থেকে আলাদা! এবার চলে এল Google Wallet, পাবেন এই বিশেষ সুবিধা
দীর্ঘমেয়াদে দেখতে গেলে এই ৫০ শতাংশ মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে জুড়ে যাওয়াটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে অনেক বেশি লাভজনক হবে। এর ফলে যে কেন্দ্রীয় সরকারি কর্মী বর্তমানে ১৮ হাজার টাকা বেসিক পে পান তাঁর মূল বেতন তখন বেড়ে হবে ২৭ হাজার টাকা।
আর যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন বেসিক পে ২৫ হাজার টাকা পাচ্ছেন তাঁদের সেটা বেড়ে হবে ৩৭ হাজার ৫০০ টাকা। এর উপর নতুন করে মহার্ঘ ভাতার গণনা হবে, ফলে সেটারও পরিমাণ অনেকটা বেশি হবে।
কিন্তু কেন্দ্রীয় সরকারের শ্রম দফতর এখনও পর্যন্ত মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজটি করেনি। অথচ মার্চ মাসের মধ্যেই এই প্রক্রিয়া মিটিয়ে ফেলার কথা ছিল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, তবে কি মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা না যোগ করে তা যেমন আছে তেমনই এগিয়ে নিয়ে যেতে থাকবে কেন্দ্রীয় সরকার?
আরো পড়ুনঃ ১০০, ২০০০ নাকি ৩০০০? লক্ষ্মীর ভান্ডারে ঠিক কত টাকা বাড়বে? BJP এর হরেক রকম প্রতিশ্রুতি
যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনওরকম ঘোষণা করা হয়নি। অনেকে মনে করছেন সেপ্টেম্বর মাসে গিয়ে নতুন সরকার আবারো ৩ বা ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে। তবে সেটা কোন হিসেবে হবে তা এখনই বলা মুশকিল।