আর্থিক মন্দায় বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস আমেরিকায় একের পর এক ব্যাঙ্ক বন্ধ হয়ে যেতে দেখেছে গোটা বিশ্ব। অন্যান্য আর্থিকভাবে সমৃদ্ধশালী দেশেও এমন ঘটনার নজির আছে। কিন্তু আর্থিক চ্যালেঞ্জের মুখেও ভারতবর্ষে তেমন পরিস্থিতি ঘটেনি। সম্প্রতি আরো ২ টি জনপ্রিয় ব্যাঙ্ককে RBI এর শাস্তির মুখে পড়তে হল।
গত এক দশকের মধ্যে ইয়েস ব্যাঙ্ক ও আইডিবিআই ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল ঠিকই, কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তৎপরতা ও কেন্দ্রীয় সরকারের সাহায্যে আবার ঘুরে দাঁড়িয়েছে এই দুই ব্যাঙ্ক। ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার এই মজবুত ভিত্তির অন্যতম কারণ হল রিজার্ভ ব্যাঙ্কের কড়া নজরদারি। এর জন্য নিয়ম ভঙ্গকারী ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতেও পিছপা হয় না RBI.
সঠিক নিয়ম না মেনে চললে রিজার্ভ ব্যাঙ্ক ঠিক কতটা কঠিন পদক্ষেপ করে তা মাসখানেক আগেই একবার টের পেয়েছে ভারতের মানুষ। বারবার সতর্ক করা সত্ত্বেও বিতর্কিত বিষয়গুলি ঠিক না করায় Paytm Payment Bank-এর লাইসেন্স কার্যত বাতিল করে দেওয়া হয়েছে।
গত ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের। এর আগেও বেশ কিছু বড় মাপের সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার তাদের বড়সড় শাস্তির কোপে পড়ল দেশের দুই নামকরা ব্যাঙ্ক। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI) ও বেসরকারি বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্ক মোটা টাকার জরিমানা করেছে দেশের এই দুই নামি ব্যাঙ্ককে। একাধিক নিয়ম মেনে না চলায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১ কোটি ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে বেসরকারি বন্ধন ব্যাঙ্ককে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। এই জরিমানা তাদের অবশ্যই দিতে হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না বলে খবর। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বক্তব্য, নিয়ম না মানলে সকলের ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি এই দুই ব্যাঙ্ককে দ্রুত জরিমানার অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরবিআই মোটা অঙ্কের জরিমানা করায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা চিন্তিত হয়ে পড়েছেন। তবে তাঁদের দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ এই জরিমানার অর্থ গ্রাহকদের আমানত থেকে দেওয়া হয় না। এটা ব্যাঙ্কের পৃথক নিজস্ব তহবিল থেকে রিজার্ভ ব্যাঙ্ককে মেটানো হবে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১০০ টাকার নতুন নোট আসছে বাজারে, ডিজাইন বানিয়ে ফেলেছে RBI
👉 সরকারি কর্মীদের জন্য লটারি! DA এর আরো ২ সুবিধা বাড়ানো হলো
👉 আর ১ বারে উচ্চ মাধ্যমিক পাশ হবেনা! পরীক্ষার নতুন নিয়ম শুরু হলো
👉 আধার কার্ড নিয়ে নতুন নির্দেশ, না মানলে সব শেষ
👉 আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার
👉 রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি দেবে মোদি সরকার, এইসব গ্যাস গ্রাহকদের জন্য