ছেড়া নোটে আঠা লাগানোর দরকার নেই, RBI-এর নিয়মটা জানলেই হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সবে দোল গিয়েছে। অনেকেই দোল ও হোলির দিন বেদম রং মেখে ভূত হয়েছেন। কিন্তু সেই মজা করতে গিয়ে এক বিপত্তি এসেও দেখা দিয়েছে। টাকা অর্থাৎ পকেটে থাকার নোটে রং লেগে যাওয়ার পর সেটা আর কিছুতেই উঠছে না। এখন ওই নোট নিয়ে কী করা যাবে? প্রতিবছরের মত এবারও দোলের পর অনেককেই এই চিন্তা ঘিরে ধরছে। সেইসাথে ছেড়া ফাটা নোট নিয়েও রয়েছে নিয়ম।

তবে এরপরেও রং লাগা নোট বাজারে চালাতে অসুবিধা হলে সোজা নিকটবর্তী কোন‌ও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোটটি বদলে ফেলুন। এমনকি সেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট না থাকলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ আইন অনুযায়ী ওই নোট বদলে সমপরিমাণ অর্থ আপনাকে দিতে বাধ্য।

তবে এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের একটি নির্দেশিকা আছে, যাকে বলা হয় ক্লিন নোট পলিসি। এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেক ভারতীয় নাগরিককে নোট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দিয়ে থাকে।

তবে শুধু রং লাগা নোট নয়, ছেঁড়া-ফাটা নোট নিয়েও নানান রকম সমস্যা বিভিন্ন সময়ে দেখা যায়। তেমন পরিস্থিতিতে পড়লে কী করবেন সেটাও দেখে নিন-

নোটের উপর পেন দিয়ে লিখলেও তা বৈধ

১০ টাকা, ২০ টাকার নোটের উপর পেন দিয়ে লেখা থাকলেও তা বৈধ। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, পেন দিয়ে লেখা নোট অবৈধ বলে তারা ঘোষণা করেনি। ফলে এই সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা ভুয়ো। তবে ক্লিন নোট পলিসি মেনে তারা ব্যবহারকারীদের নোটের উপর পেন বা পেন্সিল কোন‌ও কিছু দিয়েই না লেখার আহ্বান জানিয়েছে। তাতে একটি নোট অনেক বেশি দিন ভাল থাকে বলে আরবিআই-এর বক্তব্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ছেঁড়া নোট নিয়ে টাকা দিয়ে দেয় ব্যাঙ্ক?

আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে তবে নিয়ে সোজা ্কের শাখায় চলে যান, পুরো অর্থ পেয়ে যাবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন নোটটা যদি গোটা বা তার পুরো অংশটাই থাকে তবে সম্পূর্ণ অর্থ পাবেন। আর নোটে যদি অর্ধেকটা বাদ চলে যায় তবে আপনি অর্ধেক টাকা পাবেন। অর্থাৎ একটি বৈধ ৫০০ টাকার নোটের অর্ধেক অংশ নিয়ে ব্যাঙ্কে জমা করলে আপনি মাত্র ২৫০ টাকা পাবেন।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সতর্কতা জারি করল! যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন

👉 ব্যাঙ্কে গিয়ে আর ভিড় করতে হবে না, এইভাবেই টাকা জমা করতে পারবেন

👉 C Voter: ১ মাসের মধ্যে তৃণমূলের ভোট ২% বাড়ল, বাম ও বিজেপির কী হাল?

👉 ৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের

👉 ৫ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে মোদি সরকার, তাও আবার কোন‌ও সুদ ছাড়াই!

Leave a Comment