হাটে-বাজারে, যানবাহনে সর্বত্র ১০ টাকার নোটের খারাপ অবস্থা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। বর্তমানে বাজারে ভাল অবস্থায় প্রায় কোনও ১০ টাকার নোটই পাওয়া যাচ্ছে না। তা জানা সত্ত্বেও অনেকেই দুর্দশাগ্রস্থ ১০ টাকার নোট নিতে অস্বীকার করছেন। এই নিয়ে ঝামেলা বাঁধছে।
যদিও রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, বাজারে প্রচলিত প্রত্যেকটি ১০ টাকার নোট বৈধ। মানুষ চাইলে যেকোনও অবস্থায় সেগুলো নিয়ে ব্যাঙ্কে জমা দিয়ে বদলে ফেলতে পারবে। এদিকে নোটের বেহাল অবস্থান নিয়ে বিতর্ক দূর করতে এবার বাজারে আসতে চলেছে নতুন ধরনের ১০ টাকার নোট।
রিজার্ভ ব্যাঙ্কের একটি তথ্য থেকে জানা গিয়েছে, তাদের একটি ১০ টাকার নোট তৈরি করতে খরচ পড়ে মাত্র ১.০১ টাকা। কিন্তু বর্তমানের ১০ টাকার নোটগুলি মোটেও টেকসই নয়। ফলে তারা ১০ টাকার কয়েনের প্রচলন বাড়ানোর চেষ্টা করছে।
তাই ক্রমশই ১০ টাকার নোট ছাপানোর পরিমাণ কমাচ্ছে প্রতিবছর। বর্তমানে ১০ টাকার নোট ছাপানো প্রায় বন্ধ হওয়ার মুখে। তবে আপনার কাছে যা পুরনো বা খারাপ ১০ টাকার নোট আছে চাইলেই ব্যাঙ্কে নিয়ে গিয়ে সেগুলো বদলে ফেলতে পারবেন।
আরো পড়ুনঃ মে মাসে বাতিল হবে এইসব লোকের রেশন কার্ড! সরকারি নির্দেশিকা জারি হল
এদিকে নোট বন্দির পর চালু হওয়া ১০০ টাকার নোট নিয়েও বেশিরভাগ মানুষ নাজেহাল। দু’দিন যেতে না যেতেই নোটগুলো ভেজা কাগজের মতো কেমন যেন মিইয়ে যাচ্ছে। এমন নোট নিয়ে বাজারে গিয়ে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছে। তবে রিজার্ভ ব্যাংক এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আর কাউকে ১০০ টাকার নোট নিয়ে সমস্যায় পড়তে হবে না।
আরবিআই সূত্রে সম্প্রতি জানা গিয়েছে, ১০০ টাকার নোটকে আর মজবুত এবং টেকসই করতে তারা বিশেষ ব্যবস্থা নিতে চলেছে। এর ফলে এই নোটগুলো যেমন অনেক বেশি দিন চলবে তেমনই হঠাৎ ছিড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটা কমবে।
১০০ টাকার নোটের স্থায়িত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে তাতে দেশবাসীর মত রিজার্ভ ব্যাঙ্কও বিচলিত। কারণ এর ফলে পরক্ষে দেশের অর্থ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। ব্যাঙ্কগুলোকে মাঝেমধ্যেই গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হয়। এই পরিস্থিতিতে ১০০ টাকার নোটকে আরও স্থায়িত্ব দিতে তারা এক অভিনব প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করেছে, এবার থেকে ১০০ টাকার নোটের উপর তারা বার্নিশের কোটিং লাগাবে। এর ফলে বৃষ্টিতে ভিজলেও এই নোটের ক্ষতি হবে না।
আরো পড়ুনঃ ৫০০ বা ৮০০ টাকা নয়, এবার ১ টাকাও না নিয়ে গ্যাস সিলিন্ডার দেবে সরকার
বার্নিশের কোটিং লাগিয়ে মূলগত পরিবর্তন আনা হলেও ১০০ টাকার নোট এখনকার মতই দেখতে থাকবে। সাইজ, রং সবই এক থাকছে। গান্ধিজীর ছবি, অশোক স্তম্ভ, সই বর্তমান ১০০ টাকার নোটে যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। শুধু দেশবাসীর কথা ভেবে তাকে দ্বিগুণ মজবুত এবং টেকসই করা হয়েছে।
তবে এই ১০০ টাকার নতুন নোটে আরও একটি বৈশিষ্ট্য যোগ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। তারা ঠিক করেছে, নতুন ১০০ টাকার নোটে দৃষ্টিহীনদের জন্য আরও কিছু সুবিধা যোগ করা হবে। যাতে তারা হাত দিয়ে বুঝে ফেলতে পারেন এটা ১০০ টাকার নোট। তেমন ব্যবস্থা রাখা হতে চলেছে। এক্ষেত্রে নোটের মাঝখানে ১০০ লেখা সংখ্যাটা হয়তো আরও মোটা করা হতে পারে, যাতে হাত দিলেই দৃষ্টিহীনরা সহজেই বুঝে ফেলতে পারেন এটা কত টাকার নোট।