Tata Small Cap Fund: ব্যাংকে তো টাকা রাখেন, কিন্তু টাটার এই ফান্ডে টাকা রাখলেই ডবল রিটার্ন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মিউচ্যুয়াল ফান্ডগুলো ফের জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষত বিশ্বস্ত প্রতিষ্ঠানের মিউচ্যুয়াল ফান্ড হলে তো কথাই নেই। কম টাকায়, বেশি রিটার্ন কে না চায়, তাও আবার কম সময়ে।

এমনই সেরা স্কিম নিয়ে হাজির হয়েছে TATA। ব্যাঙ্কের FD-র তিন গুণের চেয়েও বেশি রিটার্ন,  দিয়েছে এই স্কিম। খুব সামান্যতম বিনিয়োগ করেই লাখপতি করে দিয়েছে সাধারণ মানুষকে। স্কিমটি হল Tata Small Cap Fund Regular Growth।

Tata Small Cap Fund Regular Growth কী?

মূলত শেয়ার বাজারের স্মল ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করে এই মিউচ্যুয়াল ফান্ড। এর দুইটি ভালো দিক আছে। কম সময়ে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়। কিন্তু ঝুঁকির চিন্তা হুড়মুড়িয়ে বেড়ে যায়। তাহলে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে এই স্কিম ঠিক কত শতাংশ রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত। চলুন জেনে নিই।

1) বিনিয়োগকারীদের 44% বাম্পার রিটার্ন দিয়েছে গত 1 বছরেই।

2) বিনিয়োগকারীদের 27% বাম্পার রিটার্ন দিয়েছে গত 3 বছরেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

3) বিনিয়োগকারীদের 29% বাম্পার রিটার্ন দিয়েছে গত 5 বছরেই।

4) বিনিয়োগকারীদের 27% বাম্পার রিটার্ন দিয়েছে, যেদিন থেকে লঞ্চ হয়েছে, সেদিনের হিসাবে।

টাটার এই স্কিমে বিনিয়োগের নিয়ম কী কী?

Tata কোম্পানির এই স্কিমের মূলধন 7083 কোটি টাকা। সর্বনিম্ন ৫০০০ টাকা এবং সর্বনিম্ন 1000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করে মোটা টাকা আয় করতে পারেন। প্রতিমাসে 100 টাকা থেকে SIP শুরু করা যাবে।

এখানে মাত্র 740 টাকা বিনিয়োগ করেও বড়সড় আয় করা সম্ভব। এমন দুর্দান্ত সুযোগও দিচ্ছে Tata Small Cap Fund Regular Growth। সেই প্রক্রিয়া নিম্নলিখিত।

Tata Small Cap Fund Regular Growth-এ সর্বনিম্ন 790 টাকার SIP করে 5 বছরে বিরাট রিটার্ন পাবেন।

আরো পড়ুন: বেকার ছেলে-মেয়েদের MSME লোন দিচ্ছে সরকার, কী কী কাগজ লাগবে?

হিসাব বলছে, প্রতিমাসে 790 টাকার SIP করলে, অতীতের অংক অনুযায়ী রিটার্ন যদি 27% আসে। 5 বছরে প্রতি মাস মিলিয়ে আপনার সম্পূর্ণ বিনিয়োগের পরিমাণ হবে 47,400 টাকা।

সেখানে রিটার্ন পাবেন 53,128 টাকা। তাহলে 5 বছরে হাতে পাবেন মোট 1,00,528 টাকা। এইভাবে আপনিও লাখপতি হতে পারেন। তবে, সবটা করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ সাধারণ তথ্যের ভিত্তিতে আজকের এই স্টোরি।

Leave a Comment