আপনার নামের সিম অন্য কারো মোবাইলে ভরা নেই তো? থাকলে যা করতে হবে দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে চাইলেই আর পাড়ার মোবাইল দোকানে গিয়ে ইচ্ছেমত সিম কার্ড তোলা যায় না। আগে ভোটার আইডি-র প্রতিলিপি জমা দিয়ে সহজেই সিম কার্ড তুলে নেওয়া যেত। কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ম পরিবর্তনের ফলে এখন এত সহজে সিম কার্ড তোলা যায় না।

আধার কার্ড দেখিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের পরই কেউ দোকান থেকে নতুন সিম কার্ড নিতে পারেন। তাও আবার একজনের নামে ইস্যু করা মোবাইল সিমের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ট্রাই।

যাদের নামে একাধিক সিম কার্ড থাকে তাদের অনেকেই একটা সময়ের পর এক বা একাধিক নম্বর ছেড়ে দেন। কারণ প্রয়োজন থাকে না। আর তাছাড়া এখন একটি সিমকে চালু রাখতে গেলে প্রতিমাসে ন্যূনতম যে টাকা রিচার্জ করতে হয় তার অঙ্কটাও অনেকটা বেড়ে গিয়েছে।

আগের মত সামান্য কিছু টাকা দিয়ে আজীবন ফ্রি ইনকামিং কল পাওয়ার সুবিধা এখন আর নেই। বর্তমানে সারা মাসের জন্য আপনার সিমটি চালু রাখতে হলে অর্থাৎ ইনকামিং কল এবং এসএমএস আসবে এই ব্যবস্থাটুকু নিশ্চিত করতেই প্রায় দুশো টাকার কাছাকাছি রিচার্জ করতে হয়।

এই অতিরিক্ত খরচের ধাক্কা সামলাতে অনেকেই যে মোবাইল নম্বরটি ততটাও প্রয়োজনীয় নয় সেটি ছেড়ে দিচ্ছেন। এর জন্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার স্থানীয় কেন্দ্রে গিয়ে তারা মোবাইল নম্বরটি স্যারেন্ডার করে দেন। অর্থাৎ সিম কার্ড সহ নম্বরটি জমা দিয়ে দেন।

আরো পড়ুন: মোবাইলে ২টি সিম কার্ড থাকলেই সমস্যা! Jio, Airtel, VI সবার জন্যই নতুন প্ল্যান

এই বিষয়ে অনেকের ধারণা থাকে যে, নম্বরটি যখন জমা দিয়ে দিয়েছেন তখন আর কোন‌ও সমস্যা নেই। কিন্তু কিছু মাস পর খেয়াল করলে দেখবেন এক সময় যে নম্বরটি আপনি ব্যবহার করতেন সেটি ওই কোম্পানি অন্য কোন‌ও গ্রাহককে বরাদ্দ করে দিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনার কোন‌ও পূর্ব পরিচিত ছেড়ে দেওয়ার নম্বরটিতে না জেনে ফোন করলে সেই কল নতুন গ্রাহকের কাছে চলে যাচ্ছে। আপনারাও কেউ কেউ হয়ত এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এক্ষেত্রে আপনার ছেড়ে দেওয়া পুরনো নম্বর থেকে বিপদ ঘটতে পারে।

বিভিন্ন অফিসিয়াল এবং আর্থিক লেনদেনের জায়গায় নম্বরটি দেওয়া থাকলে প্রতারণা সহ নানান সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তবে এর থেকে বাঁচার একটা উপায় আছে। যার সাহায্যে আপনি ব্যবহার না করার সত্ত্বেও যে মোবাইল নম্বরগুলি আপনার নামে লিস্টেড বা নথিবদ্ধ আছে সেগুলো সহজেই ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করে দিতে পারবেন।

নিজের নামে থাকা অব্যবহৃত সিম কার্ড কীভাবে বন্ধ করবেন?

(1) প্রথমে tafcop.sancharsaathi.gov.in-এই লিঙ্কে ক্লিক করুন।

(2) এখানে নিজস্ব বৈধ মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে ক্লিক করুন।

(3) এবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।

(4) এই ওটিপিটি সঠিকভাবে স্ক্রিনের নির্দিষ্ট জায়গা পুট করে লগইন অপশনে ক্লিক করুন।

(5) এরপর আপনার সামনে নতুন একটি পেজ দেখতে পাবেন। যেখানে লেখা থাকবে “Mobile number register in your name”.

(6) এর আওতায় একটি তালিকা দেখতে পাবেন, যেখানে আপনার নামে যতগুলি মোবাইল নম্বর আছে সেগুলি পরপর দেখাবে।

আরো পড়ুন: রাজ্যে ED এলেই মার খাচ্ছে, তাই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো

(7) এক সময় আপনি ব্যবহার করতেন কিন্তু এখন আর করেন না, তেমন মোবাইল নম্বর যদি এই তালিকায় থাকে তবে সেই নম্বরটির পাশে থাকা “not my number” অপশনে ক্লিক করুন। এরপর report অপশনে ক্লিক করতে হবে।

(8) আপনার প্রক্রিয়া মিটে গেল। এবার একটি পপ আপ ম্যাসেজ দেবে। পরের ধাপে আপনার ব্যবহার না করা সেই সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে।

Leave a Comment