SBI-এর ATM কার্ডের চার্জ বেড়ে গেল! ইচ্ছে না করলেও দিতে হবে এত টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্রাহক সংখ্যা ব্যবসা সব কিছুর নিরিখে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI. তাদের প্রায় ৫০ কোটির বেশি গ্রাহক, ২০ হাজার শাখা এবং ৬০ হাজারের বেশি ATM নিয়ে এক বিস্তৃত নেটওয়ার্ক ছড়িয়ে আছে দেশ এবং দেশের বাইরে।

বর্তমানে প্রায় সকল স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা টাকা তোলার বিষয়টি ATM Card ব্যবহার করেই সেরে নেন। তাছাড়া UPI পেমেন্ট সিস্টেম চলে আসায় এটিএম কার্ডের গুরুত্ব আরও বেড়েছে। কারণ ইউপিআই অ্যাকাউন্ট খোলার জন্য এটিএম কার্ড বা ডেবিট কার্ড দরকার হয়। সেই এটিএম কার্ড নিয়েই এবার এসবিআই গ্রাহকদের জন্য কিছুটা হলেও মন খারাপ হওয়ার মতো খবর

এটিএম কার্ড ছাড়া ইউপিআই অ্যাকাউন্ট খোলা একপ্রকার অসম্ভব। এদিকে ব্যাঙ্কের শাখায় লাইন না দিয়ে চটজলদি ক্যাশ তোলার জন্য ভরসার নাম‌ও এটিএম কার্ড। অনেক এটিএম কার্ড ব্যবহারকারী তার বার্ষিক ফি সম্বন্ধে ঠিক অবগত নন।

কেউ কেউ বিষয়টি জানলেও কত টাকা বার্ষিক ফি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট থেকে কেটে নেয় সেটা তাঁরা জানেন না। এই পরিস্থিতিতে সেই সমস্ত গ্রাহক সহ এসবিআই-এর সকল এটিএম কার্ড হোল্ডারের জন্য‌ই এটি নিঃসন্দেহে খারাপ খবর। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম কার্ডের বার্ষিক চার্জ বা মেনটেনেন্স ফি ৬০% বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে

এসবিআই-এর বেশ কয়েক ধরনের বা ক্যাটাগরির এটিএম কার্ড আছে। তাদের প্রত্যেকের বার্ষিক মেনটেনেন্স ফি ৬০ শতাংশ করে বাড়ানো হয়েছে। এর ফলে আর্থিকভাবে নিম্নবিত্ত শ্রেণির যে গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম পরিষেবা ব্যবহার করেন তাঁরা কিছুটা হলেও সমস্যায় পড়লেন।

SBI এর কোন কার্ডের কত ফি বাড়ল?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১. Classic / Silver Debit Card: বর্তমানে এর বার্ষিক মেন্টেনেন্স ফি ১২৫ টাকা + GST. সেটাই বেড়ে হল ২০০ টাকা +GST.

২. Gold Debit Card: বর্তমানে এর বার্ষিক মেন্টেনেন্স ফি ১৭৫ টাকা + GST. সেটাই বেড়ে হল ২৫০ টাকা + GST.

৩. Platinum Debit Card: বর্তমানে এর বার্ষিক মেন্টেনেন্স ফি ২৫০ টাকা + GST. সেটাই বেড়ে হল ৩২৫ টাকা + GST.

৪. Pride / Premium Business Debit Card: বর্তমানে এর বার্ষিক মেন্টেনেন্স ফি ৩৫০ টাকা + GST. সেটাই বেড়ে হল ৪২৫ টাকা + GST.

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 পশ্চিমবঙ্গে ঢুকেছে ১৩,৭৪৫ কোটি টাকা! সব টাকা এই কাজে লেগেছে

👉 ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবেনা, এতদিন টাকা লেনদেন না করলে

👉 ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার

👉 ন্যূনতম মজুরি বলে আর কিছু থাকবে না, এর বদলে লিভিং ওয়েজ চালু করবে সরকার

👉 সরকারের খরচ হবে ২৪০০ কোটি টাকা, কিন্তু লাভবান হবে ১৪ লাখ মানুষ

👉 আর সিম কার্ড লাগবে না! এয়ারটেল থাকলেই এইভাবে কথা বলা যাবে

Leave a Comment