Sauchalay Yojana 2024 12000 Rs will be given by applying in this way
WhatsApp Group Join Now

কেন্দ্রে বিজেপি তথা NDA সরকার গঠনের পর থেকেই শৌচালয় যোজনার সেকেন্ড ফেজ লঞ্চ করেছে। আসলে একটা দেশ তখনই উন্নত হয়,যখন প্রতি ঘরে ঘরে একটা করে শৌচালায় গড়ে ওঠে, এই কারণেই কেন্দ্রীয় সরকার ভারতের মধ্যে যে সকল মানুষের ঘরে শৌচালয় নেই,তাদের শৌচালয় প্রদান সহ নির্মলতা অভিযান প্রচার করছে।

এই অভিযান কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশনের আওতাভুক্ত। এই যোজনায় যে সকল ভারতীয় নাগরিকদের শৌচালয় নেই তাদের শৌচালয় তৈরীর জন্য ১২ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

শৌচালয় যোজনা ২০২৪ এর সুবিধা কারা কারা পাবেন?

১) তপশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবার

২) বিপিএল তালিকাভুক্ত পরিবার

৩) প্রান্তিক চাষী পরিবার

WhatsApp Group Join Now

৪) জমিহীন শ্রমিকরা

৫) যে পরিবিরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

৬) যে সকল পরিবারে কেবল মহিলা সদস্য রয়েছেন তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

তবে এই উপরিউক্ত ছয়টি ক্ষেত্রে যদি বাড়িতে নিজস্ব শৌচালয় না থাকে, সে ক্ষেত্রেই আবেদন করা সম্ভব হবে।

আবেদন করার পদ্ধতি

(১) এই প্রকল্পে আবেদনে করবার জন্য আপনাকে প্রথমে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://swachhbharatmission.ddws.gov.in/ এ গিয়ে ক্লিক করতে হবে।

(২) তারপর ওয়েবসাইটটি ওপেন হলে Citizen Corner -এর আওতায় থাকা Application Form for IHHL ক্লিক করতে হবে।

(৩) এরপর পেজে Citizen’s Registration অপশনে ক্লিক করুন ও আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিন।

(৪) তারপর Login করে  New Application অপশনে যান এবং আবেদনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ফিল আপ করুন।

(৫) প্রয়োজনীয় নথিগুলি আপলোড করলেই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হবে।

(৬) এরপর আবেদন করা হয়ে গেলে  ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির তরফে ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের অনুদানের  ১২ হাজার টাকা সরাসরি ট্রান্সফার হবে।

আরো পড়ুন: পিএম কিষাণের টাকা তো দিচ্ছেই, এবার কৃষকদের জন্য বড়সড় আর ১ সুখবর

আবেদন করবার জন্য যে সকল নথি গুলি লাগবে

১) আবেদনকারীর আধার কার্ড।

২) একটি বৈধ মোবাইল নাম্বার

৩) আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টের সকল তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *