পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর। একলাফে বেতন বেড়েছে অনেকটা। বেতনের সঙ্গে ভাতা বৃদ্ধি করতেও ভোলেননি রাজ্য সরকার।
রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা বিশেষ গোষ্ঠীর নিয়োগ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
কার জন্য কত টাকা করে বৃদ্ধি করা হয়েছে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্ত স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক 1100 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে।
যে সব সুপারভাইজাররা 5 বছর কাজ করেছেন, তাঁদের বেতন বার্ষিক 600 টাকা বাড়িয়ে 17,000 টাকা পর্যন্ত করা হয়েছে।
যে সব সুপারভাইজাররা 10 বছর কাজ করেছেন, তাঁদের বেতন বার্ষিক 700 টাকা বাড়িয়ে 21,000 টাকা পর্যন্ত করা হয়েছে।
যে সব সুপারভাইজাররা 15 বছর কাজ করেছেন, তাঁদের বেতন বার্ষিক 800 টাকা বাড়িয়ে 26,000 টাকা পর্যন্ত করা হয়েছে।
যে সব সুপারভাইজাররা 20 বছর কাজ করেছেন, তাঁদের বেতন বার্ষিক 1000 টাকা বাড়িয়ে 32,000 টাকা পর্যন্ত করা হয়েছে।
যে সব সুপারভাইজাররা 20 বছরের বেশি সময় ধরে কাজ করেছেন, তাঁদের বেতন বার্ষিক 1100 টাকা বাড়িয়ে 39,000 টাকা পর্যন্ত করা হয়েছে।
কোন ভাতা দেওয়া হবে?
সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের সুপারভাইজারদরা মাসিক 1000 টাকা করে ভ্রমণ ভাতা (TA) পাবেন।
আরো পড়ুন: আগস্ট মাস পড়তেই, এই ৫ টি নিয়ম পাল্টে গেল, না জানলে পরে পস্তাতে হবে
কবে থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে?
অনেকেই ভাবছেন যে বেতন তো বাড়ল। কিন্তু কবে থেকে মাসিক মাইনের সঙ্গে যোগ হবে? তাঁদের জন্য বলে রাখি যে এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধি কার্যকর হবে 2024 সালের 1 এপ্রিল থেকে।