PM Jan Dhan Yojana: ১০ বছর হল জন ধন যোজনার! খুলেছে ৫৩ কোটি অ্যাকাউন্ট, এইসব সুবিধাও মিলছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারত সরকার 2014 সালে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PM Jan Dhan Yojana) শুরু করেছিল। প্রত্যেক ব্যক্তির কাছে যাতে একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছিলেন মোদী। সফলতা পেয়েছে উদ্যোগটি। 10 বছর পূর্ণ হয়েছে এই প্রকল্পের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জন ধন যোজনার 10-বছরের মাইলফলক উদযাপন করেছেন, এটিকে লক্ষ লক্ষ, বিশেষত মহিলা, যুবক এবং প্রান্তিক সম্প্রদায়ের জন্য আর্থিক অ্যাক্সেসের উন্নতিতে একটি বড় সাফল্য বলে অভিহিত করেছেন তিনি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও প্রকল্পটির প্রশংসা করেছেন।

জন ধন অ্যাকাউন্ট অনুযায়ী, পুরুষের তুলনায় নারীরা এগিয়ে

পুরুষদের তুলনায় এই প্রকল্পে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন মহিলারা। জন ধন অ্যাকাউন্টে মহিলাদের অংশ 80 শতাংশ। যা 2011 সালে ছিল 26 শতাংশ এবং 2021 সালে 78 শতাংশে উন্নীত হয়েছে৷ এই পরিসংখ্যানগুলিই দেখিয়েছে যে জন ধন যোজনা মহিলাদের মধ্যে ঠিক কতটা জনপ্রিয়৷

লিঙ্গ ব্যবধান কমেছে

মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, মোট 53.13 কোটি জন ধন অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টগুলির মধ্যে 30 কোটি অ্যাকাউন্ট মহিলাদের। গ্রামীণ এবং আধা-শহর এলাকায় 35 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই দিক থেকে দেখতে গেলে, এই স্কিমটি আর্থিক পরিষেবাগুলিতে অ্যাক্সেসের ক্ষেত্রে লিঙ্গ ব্যবধানকে দূরে সরিয়ে দিয়েছে। 2011 সালে আর্থিক পরিষেবাগুলিতে প্রবেশের ক্ষেত্রে লিঙ্গ ব্যবধান ছিল 20 শতাংশ। সেখানে 2017 সালে এই ব্যবধান 6 শতাংশে নেমে এসেছে।

প্রধানমন্ত্রী জন ধন যোজনা স্কিমে কী কী সুবিধা পায় সাধারণ মানুষ?

প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) এর অধীনে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্ট বেশ কিছু সুবিধা দেয়-

1. কোন ন্যূনতম ব্যালেন্স লাগে না: আপনাকে অ্যাকাউন্টে কোনো ন্যূনতম পরিমাণ রাখতে হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2. আমানতের উপর সুদ: আপনি যে অর্থ জমা করেন তার উপর আপনি সুদ অর্জন করেন।

3. ডেবিট কার্ড: আপনি লেনদেন করার জন্য একটি ডেবিট কার্ড পাবেন।

4. দুর্ঘটনা বীমা: আপনি, দুর্ঘটনার ক্ষেত্রে 1 লাখ (বা 28 আগস্ট 2018 এর পরে অ্যাকাউন্ট খোলা হলে 2 লাখ টাকা) টাকা পর্যন্ত বীমা কভারেজ পাবেন।

5. ওভারড্রাফ্ট সুবিধা: যোগ্য অ্যাকাউন্ট হোল্ডাররা 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা অ্যাক্সেস করতে পারেন৷

6. অন্যান্য স্কিম সুবিধা: আপনার অ্যাকাউন্টটি সরাসরি বেনিফিট পেতে, বীমা পরিকল্পনা এবং পেনশন স্কিমগুলির মতো নিম্নলিখিত সরকারি প্রকল্পগুলিতে নথিভুক্ত করতে ব্যবহার করা যেতে পারে- 

  • ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)।
  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (পিএমজেজেবিওয়াই)। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (পিএমএসবিওয়াই)।
  • অটল পেনশন যোজনা (এপিওয়াই)।
  • মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিনান্স এজেন্সি ব্যাঙ্ক (মুদ্রা)।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ থাকবে পাসপোর্ট পরিষেবা, সবার ভালোর জন্যই এটা করা হল

প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের রূপে ডেবিট কার্ড

2024 সালের অগস্ট অবধি, প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে 36.13 কোটি রূপে ডেবিট কার্ড (Rupay Debit Card) ইস্যু করা হয়েছে। যদিও কার্ডটির এতটা সাফল্য এসেছে এর বিশেষ সুবিধার জন্য। এর সুবিধাগুলি হল-

1) এই কার্ড ইস্যুতে কোনও খরচ নেই।

2) অ্যাকাউন্ট হোল্ডার এই কার্ডে 2 লক্ষ টাকার বীমা সুবিধা পান।

3) 10,000 টাকার ওভারড্রাফ্ট সুবিধা পান।

দেশের বাইরেও এই স্কিমের জনপ্রিয়তা

জন ধন যোজনার জনপ্রিয়তা দেশের বাইরেও। এমনকি বিদেশেও এই পরিকল্পনা প্রশংসিত হচ্ছে। 2023 সালে G20 বৈঠকের পরে বিশ্বব্যাংক তার প্রতিবেদনে বলেছে যে ভারত মাত্র 6 বছরে তার আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটা একটা বড় অর্জন।

Leave a Comment