Our state got 10692 crore rupees What is given so much money
WhatsApp Group Join Now

১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের মধ্যেই হঠাৎ বিরাট লাভ রাজ্য সরকারের। আর সেই টাকাটাও এল কেন্দ্রের কাছ থেকেই। বৃহস্পতিবার বেশি রাতে রাজ্য সরকারের কোষাগারে ঢুকল ১০,৬৯২ কোটি টাকা। তাৎপর্যপূর্ণভাবে ১ মার্চ ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া বেতন নিজের তহবিল থেকে দেওয়ার কথা রাজ্য সরকারের। ঠিক তার আগের রাতেই এই বিপুল পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিল কেন্দ্র।

তবে এই টাকা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে এমনটা নয়। দেশের আরও ২৭ টি রাজ্যকে একই রকম ভাবে টাকা পাঠিয়েছে নয়া দিল্লি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য অর্থের কিস্তি মেটানো হয়েছে। যাতে রাজ্যগুলি নিজেদের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে পারে তাই এই অর্থ দেওয়া হয়েছে। দেশের মোট ২৮ টি রাজ্যকে এই দফায় কেন্দ্রীয় সরকার ১,৪২,১২২ কোটি টাকা দিয়েছে

ঘটনা হল অর্থ প্রাপ্তির নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে। নরেন্দ্র মোদি ও অমিত শাহের গুজরাট পর্যন্ত বাংলার থেকে অনেকটা কম টাকা পেয়েছে। পশ্চিমবঙ্গের আগে শুধু আছে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ। ২৫,৪৯৫ কোটি টাকা পেয়ে এই অর্থ প্রাপ্তির তালিকায় সবার প্রথমে আছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে আছে বিহার। তাদের প্রাপ্তি ১৪,২৯৫ কোটি টাকা। মধ্যপ্রদেশ পেয়েছে ১১,১৫৭ কোটি টাকা। আর ১০,৬৯২ কোটি টাকা নিয়ে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ। গুজরাটে পেয়েছে ৪,৯৪৩ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এক লক্ষ কোটি টাকারও বেশি বাংলার প্রাপ্য অর্থ নানান অজুহাতে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার

ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচারে এই বিষয়টিকে অন্যতম হাতিয়ার করতে চাইছে বাংলার শাসক দল তৃণমূল। তার আগে কেন্দ্রীয় সরকারের এই মোটা অঙ্কের অর্থ প্রধান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে আর্থিক বিশেষজ্ঞ। তাঁদের ধারণা, কেন্দ্রের থেকে পাওয়া এই অর্থের জেরে রাজ্য সরকারের বেশ অনেকটাই আর্থিক সুরাহা হবে।

তারা এই চাপ কাটিয়ে অনেকটাই বেরিয়ে আসতে পারবে। এর ফলে মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের যে অতিরিক্ত চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তার জন্য অনেকটাই আর্থিক বোঝা চাপতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাঁধে। তার আগে কেন্দ্রের থেকে এই অর্থ পাওয়ায় বেশ কিছুটা সুবিধা হবে রাজ্যের।

WhatsApp Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 মার্চ মাস পড়তেই এত টাকা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

👉 সরকারি কর্মীদের মন ভালো করে দিল সরকার, ১১ বছর পর এমনটা হল

👉 প্রতি মাসে মিলবে ১২,০০০ টাকা বেতন! ভোটের আগেই বিরাট চাকরির ঘোষনা

👉 মাত্র ২০০০ টাকা দিলেই নিজের মতো বাড়ি! নতুন প্রকল্প আনল প্রশাসন

👉 ১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *