ক্যালেন্ডারে নেই! তবুও ১০ জুলাই স্কুল, কলেজ, অফিস সব ছুটি থাকবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফের সরকারি ছুটি। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পরে, মোদী সরকার আবার ক্ষমতায় এসেছে। এখন অনেক বিধানসভা আসন আছে যেখানে উপনির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন 2024 সালের লোকসভা নির্বাচনের পরে বিধানসভা উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

জানা গিয়েছে, 2024 সালের 10 জুলাই দেশের 7টি রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর যে সব আসনে বিধানসভা নির্বাচন হবে, সেখানে এদিন সরকারি ছুটিও থাকবে। স্কুল, কলেজ, অফিস, ব্যাঙ্ক ইত্যাদি বন্ধ থাকবে। আর এই রাজ্যগুলোর তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গও কি 10 জুলাই ছুটি পাবে?

তাই দেশের 7 রাজ্যের বিধানসভা আসনে যেখানে নির্বাচন হতে চলেছে সেখানে ব্যাঙ্ক, স্কুল, কলেজ এবং অফিসগুলিতে ছুটি থাকবে। সেই তালিকায় যেহেতু রয়েছে রাজ্যও। তাই এদিন রাজ্যেও একই সুবিধা দেওয়া হবে। সঙ্গে রাজ্যের, যে যে আসনে উপনির্বাচন হবে সেই আসনগুলোর জন্য ভোট দিতে ভোটারদের বিশেষ ছুটি পাওয়ার ব্যবস্থা রয়েছে।

মূলত যাঁরা, তাঁদের বিধানসভা কেন্দ্রের বাইরে রয়েছেন। তাঁদের জন্যই করা হয়েছে এই স্পেশ্যাল লিভের ব্যবস্থা। এমনকি ভোটের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের, পরদিন কাজে যোগ দিতে সমস্যা হলে তাঁরাও স্পেশাল লিভ-এর পেতে পারবেন।

রাজ্যের কোন কোন কেন্দ্রে ছুটি থাকবে?

NIA অ্যাক্ট অনুযায়ী, রাজ্যের চারটি কেন্দ্রের অধীনে সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন জানিয়েছে, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে আগামী ১০ জুলাই, বুধবার ছুটি থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উপনির্বাচনের জন্য ওই বিধানসভা এলাকার অধীনে থাকা সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল, দফতর, কিছুই খুলবে না। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও তাঁরা পেড লিভ নিয়ে ভোট দিতে যেতে পারবেন।

আরো পড়ুনঃ লাখ লাখ রেশন কার্ড বাতিল! ED-কে লম্বা লিস্ট দিল রাজ্য সরকার

দেশের বাকি কোন 7 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে?

ভারতের নির্বাচন কমিশনের মতে, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, তামিলনাডু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মোট 13টি বিধানসভা আসনের জন্য 10 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিধানসভা আসনগুলিতে নির্বাচনের পরে, 13 জুলাই ফলাফল ঘোষণা করা হবে।

Leave a Comment