নভেম্বর মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ! কত কত তারিখে? লিস্ট দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নভেম্বর মাস প্রায় শুরু হতে চলেছে। আর আগামী নভেম্বর মাসে একাধিক কারণে ব্যাংক বন্ধ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI নভেম্বর মাসে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে, যেখানে ১৩ দিন ব্যাংক ছুটির কথা উল্লেখ রয়েছে।

আপনি যদি এই মাসে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করেন বা লেনদেনের চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই একবার ব্যাংকের ছুটির তালিকা দেখে নেওয়া উচিত।

নভেম্বর মাসে কেন বন্ধ থাকবে ব্যাংক?

আগামী নভেম্বর মাসে একাধিক উৎসব এবং বিশেষ অনুষ্ঠান উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য অতিরিক্ত কিছু ছুটি নির্ধারণ করা হয়েছে। 

নভেম্বর মাসের ব্যাংক ছুটির তালিকা 

এক নজরে দেখে নিন নভেম্বর মাসের কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে- 

১ নভেম্বর ২০২৪: দীপাবলি উপলক্ষে আগরতলা, বেলাপুর, ব্যাঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর এবং শ্রীনগরে এই দিন ব্যাংক বন্ধ থাকবে। 

২ নভেম্বর ২০২৪: বালি প্রতিপদা উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, কানপুর, মুম্বাই, নাগপুর এবং লখনৌতে এই দিন ব্যাংক বন্ধ থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৭ নভেম্বর ২০২৪: ছট পুজো উপলক্ষে কলকাতা, পাটনা এবং রাঁচিতে এই দিন ব্যাংক বন্ধ থাকবে।

৮ নভেম্বর ২০২৪: ছট পুজো উপলক্ষে এই দিন পাটনা, রাঁচি, শিলং ইত্যাদি জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।

১২ নভেম্বর ২০২৪: ইগাস-বাঘওয়াল উপলক্ষে দেরাদুনে ব্যাংক বন্ধ থাকবে এইদিন।

১৫ নভেম্বর ২০২৪: গুরু নানক জন্ম জয়ন্তী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডিপুর, দেরাদুন, তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, লখনৌ, মুম্বাই, নাগপুর, দিল্লি, রায়পুর এবং শিমলাতে ব্যাংক বন্ধ থাকবে। 

১৮ নভেম্বর ২০২৪: কানাকদাস উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাংক বন্ধ থাকবে এইদিন।

২৩ নভেম্বর ২০২৪: শিলং-এ সেন কুটসনেম উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে এইদিন।

ব্যাংকের সাপ্তাহিক ছুটি 

সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংকগুলি প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। সেই অনুযায়ী নভেম্বর মাসে ব্যাংকগুলি ৩ তারিখ, ১০ তারিখ, ১৭ তারিখ এবং ২৪ তারিখ রবিবার উপলক্ষে বন্ধ থাকবে। এছাড়াও ৯ তারিখ এবং ২৩ তারিখ শনিবার উপলক্ষে বন্ধ থাকবে। 

আরও পড়ুন: নভেম্বরে স্কুল, কলেজ, অফিস সব ছুটির থাকবে, তারিখগুলি দেখে নিন

নির্বাচনের দিন ছুটি 

নভেম্বর মাসে মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রে ১৩ নভেম্বর এবং ঝাড়খন্ডে ২০ নভেম্বর ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই দিনগুলিতে ওই রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।

Leave a Comment