কেন্দ্রের পথে অবশেষে হাঁটল রাজ্য। পুজোর আগেই সরকারি কর্মীদের বড় সুবিধা দেবে রাজ্য সরকার। দেওয়া হবে কড়কড়ে 25,000 টাকা পর্যন্ত। মহার্ঘ ভাতা (DA) নয়, আবার লোনের ব্যাপারও নয়। বিরাট সিদ্ধান্ত নিয়ে বসেছে রাজ্য সরকার।
সম্প্রতি, সরকারি কর্মীদের জন্য জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। রাজ্যপালের অনুমোদন নিয়েই এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই তিন মাসের জন্য 7.1 জিপিএফে জমা অর্থে সুদ পাবেন। রাজ্যের কর্মীদের জিপিএফ এবং পশ্চিমবঙ্গের কনট্রিবিউটরি ফান্ডে এই নির্দিষ্ট সুদের হার প্রযোজ্য হবে।
এবার আসি আসল কথায়, সবাই প্রায় জানেন যে, জিপিএফের সুদের হার কিন্তু প্রযোজ্য হয় রাজ্যের সরকারি কর্মীদের গ্রূপ ইন্সুয়ারেন্স-এও। অর্থাৎ জিপিএফ-এর মতো বেতন থেকে কেটে নিয়ে গ্রুপ ইনস্যুরেন্সের ঢালা টাকাও 7.1 শতাংশ সুদের হারে বাড়বে। 1 অগস্ট থেকে 41 অক্টোবর পর্যন্ত এই সুদের পরিমাণ দেওয়া হবে।
কারা কত টাকা পাবেন?
1987 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 24,896.33 টাকা অর্থাৎ প্রায় 25,000 টাকা।
1988 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 22,259.03 টাকা।
1989 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 19,873.40 টাকা।
1990 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 17,750.09 টাকা।
1991 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 15,862.50 টাকা।
1992 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 14,187.60 টাকা।
আরো পড়ুনঃ ফোনে নেট যখন তখন স্লো হচ্ছে? এই সেটিংস অন করুন তারপর দেখুন
1993 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 12704.12 টাকা।
1994 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 11380.15 টাকা।
1996 সালে কাজ শুরু করে অক্টোবরে অবসর নিলে সরকারি কর্মী পাবেন 10205.06 টাকা।