Flipkart Launched UPI: এই সময়টা বাজার ধরার যুগ। আর যেখানে একটি সংস্থার নিয়মিত ৫০ কোটি ক্রেতা আছে সেখানে অন্যের ভরসায় ব্যবসা করাটা তো বোকামি। আর তাই PhonePe, Google Pay, Amazon Pay, Paytm-এর মত থার্ড পার্টি UPI পেমেন্ট গেটওয়ের উপর ভরসা না করে এবার নিজস্ব থার্ড পার্টি UPI পেমেন্ট অ্যাপ আনতে চলেছে Flipkart. ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে ইউপিআই অ্যাপ আনার বিষয়ে ছাড়পত্র পেয়ে গিয়েছে মার্কিন বহুজাতিক ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্ট।
ফ্লিপকার্ট জানিয়েছে, তাদের নিয়মিত গ্রাহকের সংখ্যা প্রায় ৫০ কোটি। আর তাদের প্ল্যাটফর্মে নিয়মিত বিক্রেতা আছে ১৪ লক্ষেরও বেশি। ফ্লিপকার্ট একটি ই-কমার্স প্ল্যাটফর্ম হওয়ায় এখানে বেশিরভাগ লেনদেনই অনলাইনে হয়ে থাকে। আর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই নিয়ে আসার পর ফ্লিপকার্টের প্ল্যাটফর্মেও ইউপিআই-এর মাধ্যমে বেশিরভাগ লেনদেন হয়।
কিন্তু সেই লেনদেনের সুফল এতদিন অন্যান্য পেমেন্ট গেটওয়েগুলো ভোগ করছিল। এবার নিজেদের প্ল্যাটফর্মে লেনদেনের যাবতীয় কাজ ও নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখার জন্য ফ্লিপকার্ট তাদের ইউপিআই অ্যাপ আনার সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে ফ্লিপকার্টের ইউপিআই অ্যাপ ব্যবহার করে তাদের প্ল্যাটফর্ম থেকে জিনিসপত্র কেনাকাটি করা যাবে। তাদের নিজস্ব অ্যাপ ব্যবহার করলে কেনাকাটায় ফ্লিপকার্ট অতিরিক্ত ছাড়ও দেবে। তবে শুধু ফ্লিপকার্ট নয়, ওই গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা Myntra, Flipkart Wholesale, Flipkart Health+ এবং Cleartrip প্ল্যাটফর্মেও লেনদেনের ক্ষেত্রে এই ইউপিআই অ্যাপ বিশেষ ছাড় দেবে বলে জানা গিয়েছে। তবে ফ্লিপকার্টের ইউপিআই অ্যাপটি এই মুহূর্তে শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররাই পাবেন।
যদিও শুধু মাত্র জিনিসপত্র কেনার জন্য ফ্লিপকার্ট ইউপিআই অ্যাপ আনছে তেমনটা নয়। তারা এর মাধ্যমে আরও কিছু আর্থিক পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। তবে ফ্লিপকার্টের এই সিদ্ধান্ত যে কতটা সঠিক তা একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন।
ফেব্রুয়ারি মাসে UPI-এর মাধ্যমে ১৮.৩ লক্ষ কোটি টাকার ১২১০ কোটি লেনদেন হয়েছে দেশে, যা গত বছরের তুলনায় ৬১ শতাংশ বেশি। স্বাভাবিকভাবেই এই বৃহৎ বাজারে ভাগ বসানোর চেষ্টা অন্যান্য সংস্থাগুলো যে করবে তা পরিষ্কার।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৫০ দিন কাজ করলেই পাবেন ১০০ দিনের টাকা! নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
👉 PNB-এর গ্রাহকদের আর কোথায় যেতে হবেনা, এবার ঘরে বসেই পাওয়া যাবে এই সুবিধা
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! এই কাজটা না করলে PPF, NPS, SSY সব বন্ধ হয়ে যাবে
👉 লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১২০০ টাকা পাবেন, তবে এই কাগজ থাকতেই হবে
👉 সিভিক ভলেন্টিয়াররা এপ্রিল মাস থেকে বেশি টাকা পাবে, তার সাথে আরো একটি সুখবর