চাকরির জন্য নতুন উদ্যোগ, আগস্ট মাসেই এই আয়োজন করবে রাজ্য সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরি নেই, চাকরি নেই! কর্মসংস্থান নিয়ে হাজির করল রাজ্য সরকার। বিরাট কর্মসংস্থানের সুযোগ। কারণ, খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগকে উৎসাহিত করার প্রয়াসে, নতুন স্টার্টআপের আশায়, পশ্চিমবঙ্গ সরকার আগামী মাসে কলকাতায় ‘বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই।

এই উৎসবে তিন দিন ধরে চলবে বিভিন্ন খাদ্য, ফল ও সবজির প্রদর্শনী। যেখানে নতুন কারখানা স্থাপন নিয়েও আলোচনা করা হবে।

কিন্তু এখান থেকে কীভাবে কর্মসংস্থান সম্ভব?

রাজ্যের এক কর্মকর্তা বলেছেন, দুই দিনের জন্য, সেমিনার হবে। সেমিনারে বিনিয়োগকারীরা বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন আমলাদের সাথে যোগাযোগ করবে কীভাবে সহজে ব্যবসা করা যায়, তার উপায়গুলি খুঁজে বের করার জন্য তারা সকলে একযোগে কাজ করবেন।

আধিকারিকের দাবি, রাজ্য সরকার আশাবাদী যে এই উদ্যোগ অনুসরণ করে, রাজ্যের আরও যুবকদের খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের সাথে যুক্ত করা যাবে। তাঁরা জমিয়ে স্টার্ট-আপ ব্যবসা স্থাপনে করতে উৎসাহিত হবে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগের সৌজন্যে আগামী 9 অগস্ট থেকে 11 অগস্ট অবধি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’। খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন খাতে কারখানা বানাতে, যে বিনিয়োগকারীরা পিছু হাঁটেন। তাঁদের সঙ্গে আলোচনা করার ব্যবস্থা থাকবে এই অনুষ্ঠানে।

আরো পড়ুন: বিক্রি হচ্ছে এই সরকারি ব্যাংক, আর দেরি করবে না মোদি সরকার

প্রসঙ্গত, শ্রম নিবিড় বিনিয়োগ প্রকল্পের হয়ে বহুবার কথা তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিনির্ভর শিল্পে প্রভূত সম্ভাবনায় বিশ্বাসী মমতা। তাই এবার রাজ্যের শাক সবজি ফলমূলে যে ব্যাপক সম্ভাবনা রয়েছে, তা বোঝানোর জন্য রাজ্যের এই উদ্যোগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি দক্ষিণ 24 পরগণা জেলায় 2টি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের কথা ঘোষণাও করা হয়ছে। আসলে রাজ্যের দাবি, কর্মসংস্থান উৎসাহিত করতে বিভিন্ন স্থানেই এই খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করতে হবে। এদিকে উদ্যানপালন দফতর মাল্টিপারপাস হিমঘর তৈরির কাজেও নেমে পড়েছে।

Leave a Comment