দেশের মহিলাদের বছরে ৩,৬০০ টাকা করে সুবিধা দেবে মোদি সরকার! লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের আরও এক বড় মাস্টার্স স্ট্রোক। এর ফলে প্রায় সাড়ে ৯ কোটি মহিলা উপকৃত হতে চলেছেন।
লোকসভা ভোটের আগে সাধারণের বাড়িতে রান্নার গ্যাসের দাম নারী দিবসের দিন ১০০ টাকা করে কমিয়েছে মোদি সরকার। ফলে এবার থেকে ৮০০ টাকার আশেপাশের দামে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন সবাই। কলকাতায় যার দাম হবে ৮৩৯ টাকা।
গত ১৯ অগস্ট, ২০২৩ তারিখ শেষবার সাধারণ এলপিজি সিলিন্ডারের ২০০ টাকা দাম কমানো হয়েছিল। তারপর আবার এই দাম কমল। পাশাপাশি আরও বড় উপহার আছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য। এক বছরে জন্য ৩০০ টাকা ভর্তুকি দিয়ে ১২ টা গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ২০২৫-এর মার্চ মাস পর্যন্ত প্রতিটি উজ্জ্বলা যোজনা গ্রাহক কেন্দ্রের কাছ থেকে ৩,৬০০ টাকার সুবিধা পেতে চলেছেন।
বাড়ির রান্নার জন্য ১৪.২ কেজির লাল রঙের এলপিজি সিলিন্ডারে যা বাজারদর হয় তার উপর আরও ৩০০ টাকা ভর্তুকি পান উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। তাঁদের প্রথমে বাজারদরে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। এরপর কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির ৩০০ টাকা করে পাঠিয়ে দেয়।
কথা ছিল সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে এই ভর্তুকির সুবিধা ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। সেই অনুযায়ী এটাই ছিল শেষ মাস। কিন্তু তার আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য এই সুবিধা আরও এক বছর বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডারের বাজারদরের উপর কেন্দ্রের থেকে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন।
তবে এই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার বছরে সর্বোচ্চ ১২ টি করে পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকিবাবদ উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বছরে কেন্দ্রীয় সরকারের থেকে ৩৬০০ টাকা করে পাবেন। এর অতিরিক্ত গ্যাস সিলিন্ডার দরকার হলে সেটা বাজারদরেই কিনতে হবে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের। উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ভোটের দিকে তাকিয়ে নেওয়া হয়েছে বলে বিরোধীরা কটাক্ষ করেছে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৪ টে পর্যন্ত স্কুলে থাকতে হবেনা, এবার স্কুল ছুটি হবে এতটাই
👉 স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সাবধান! সবাইকে এই কথা জানালো SBI কর্তৃপক্ষ
👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা
👉 নগদ ২০০০ টাকা দেবে সরকার, এই কাগজপত্র থাকলেই আবেদন করা যাবে
👉 মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে? জানা গেল তারিখ