হাতে আর মাত্র কটা দিন, বড়জোর মাত্র এক সপ্তাহ সময় আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনার অ্যাকাউন্ট আছে? উত্তর যদি হ্যাঁ হয় তবে ৩১ মার্চের মধ্যে এই ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতটা করে ফেলুন, এমন সুযোগ আর আসবে না।
আর্থিক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, মুদ্রাস্ফীতি বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়াতে পারে। তার ফলে ব্যাঙ্কগুলো আবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দেবে। তার আগে এখনের থেকে বেশি সুদের হারে ফিক্সড ডিপোজিট করার এটাই সুবর্ণ সুযোগ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমজনতার জন্য দুটো আকর্ষণীয় বিনিয়োগ প্রকল্প নিয়ে এসেছে। এখানে টাকা রাখলেই বিপুল রিটার্ন পাওয়া যাবে। তবে সময়সীমা অত্যন্ত কম। আপনার হাতে আর মাত্র ৮ টা দিন আছে। যদি SBI-এর এই বিশেষ সুবিধে নিতে চান তবে দ্রুত ব্যাঙ্কের শাখায় গিয়ে বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Yono অ্যাপের সাহায্যে বিনিয়োগ করুন। কারণ এই দুটি আকর্ষণীয় প্রকল্পের সুযোগ নেওয়ার শেষ দিন ৩১ মার্চ, ২০২৪।
যেকোনও ব্যাঙ্কে সুদের হার ক্রমশ কমছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে সুদের হার আরও কম। সেখানে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের সুদের হার অনেকটাই কমে যাওয়ায় বহু মানুষ অন্যত্র বিনিয়োগ করতে শুরু করেছেন। কিন্তু দেশের আমজনতার কথা ভেবেই অল্প সময়ের জন্য এক বিশাল সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই দুই আকর্ষণীয় প্রকল্পের নাম হল ‘উই কেয়ার’ (We Care) ও অমৃত কলস (Amrit Kalash)। ৩১ মার্চ এই দুই প্রকল্পের সুবিধা নেওয়া অর্থাৎ অর্থ বিনিয়োগ করার শেষ দিন।
We Care প্রকল্পের বৈশিষ্ট্য কী?
স্টেট ব্যাঙ্কে যেকোনও মেয়াদে যোকোনও পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিট করলে সাধারণ মানুষ যা সুদ পান তার থেকে ০.৫০% সুদ বেশি পান প্রবীণ নাগরিক বা senior citizen-রা। কিন্তু We Care ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা রাখলে সিনিয়র সিটিজেনরা আরও ০.৫০% সুদ বেশি পাবেন। অর্থাৎ বাকিদের থেকে তাঁরা ১% বেশি সুদ পাবেন!
We Care প্রকল্পে পাঁচ বছর বা ১০ বছরের জন্য অর্থ রাখতে হবে, তবেই প্রবীণ নাগরিকরা এই অতিরিক্ত সুদ পাবেন। মাথায় রাখবেন যদি পাঁচ বছর হওয়ার আগে কোনও কারনে টাকা তুলে নিতে হয় তবে অতিরিক্ত সুদ পাবেন না। সেক্ষেত্রে প্রবীণ নাগরিক হিসেবে আপনাকে মাত্র ০.৫০% সুদ বেশি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এই সময়কালের মেয়াদী ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাঙ্ক সাধারণ মানুষকে ৬.৫০% সুদ দিচ্ছে। কিন্তু We Care প্রকল্পে যারা অংশ নেবেন তাঁরা মেয়াদী আমানত অর্থাৎ জমা টাকার উপর ১% বেশি সুদ পাবেন। অর্থাৎ এই প্রকল্পে অংশ নেওয়া প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৫০%।
Amrit Kalash প্রকল্পের বৈশিষ্ট্য কী?
Amrit Kalash নামে এই মেয়াদীআমানত প্রকল্পের সুবিধে প্রবীণ নাগরিকদের পাশাপাশি সাধারণ মানুষও নিতে পারবে। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বল্প মেয়াদে স্টেট ব্যাঙ্কের চড়া হারে সুদ প্রদান। Amrit Kalash প্রকল্পে সর্বোচ্চ ৪০০ দিন পর্যন্ত আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক ফিক্সড ডিপোজিট করার সুযোগ পাবেন। এই প্রকল্পে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ মানুষ ৭.১০% হারে সুদ পাবে। প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে ৭.৬০% হারে সুদ পাবেন। এই প্রকল্পে প্রতি মাসে, তিন মাসে এবং ছ’মাসে সুবিধামতো সুদের টাকা তুলতে পারবেন নাগরিকরা।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 রবিবারেও ব্যাঙ্ক খোলা থাকবে! শুধুমাত্র এই কারনেই ছুটি বাতিল করল RBI
👉 ১৪ মার্চ লাস্ট ডেট ছিল, আধার কার্ডের এই কাজের জন্য আবারো তারিখ বাড়ানো হলো
👉 যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটা তো চলবেই, এদের জন্য নতুন কার্ড চালু হলো
👉 কোনো ব্যাঙ্ক বাদ নেই! সবগুলোকেই এই বিষয়ে সতর্ক করলেন RBI গভর্নর
👉 গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল! তার সম্পত্তির পরিমান কত?
👉 কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা তো মিলবেই, তার সাথে আরো ১টি সুবিধা দেবে সরকার