আপনিও যদি ঘরোয়া রান্নার গ্যাস ব্যবহার করেন, তবে এটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আপনি ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাস থেকে গার্হস্থ্য গ্যাস সংযোগ নিলেই হবে বাজিমাত।
সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বড় অঙ্কের বীমা কভারও দেওয়া হবে। গার্হস্থ্য গ্যাস ব্যবহার করতে গিয়ে কোনও দুর্ঘটনা ঘটলে বীমা কোম্পানিগুলো আবার ক্ষতিপূরণও দেবে। এর জন্য আলাদা কোনও প্রিমিয়াম জমা দিতে হবে না।
কীভাবে গ্যাসের বীমার টাকা পাওয়া যায়?
মূলত গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটলেই এই টাকা দেওয়া হয়। তবে, দুর্ঘটনা যদি নিবন্ধিত ঠিকানায় ঘটে, তবেই ক্ষতিপূরণ দেওয়া হবে। টাকা দাবি করার জন্য:-
1) দুর্ঘটনা ঘটলে গ্রাহককে 90 দিনের মধ্যে গ্যাস সংস্থাকে জানাতে হবে।
2) গ্রাহককে প্ৰথমে নিজের আবেদনে ঘটনার বিস্তারিত তথ্য লিখতে হবে। যেখানে ঘটনা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য লেখা থাকবে।
3) তথ্য দেওয়ার সময়, গ্রাহকদের আসল এসভি কাগজ, এফআইআরের জেরক্স এবং ফায়ার ডিপার্টমেন্ট রিপোর্ট (যদি পাওয়া যায়) প্রদান করতে হবে।
ইন্ডেন-এর ডিভিশনাল এলপিজি হেড মোহাম্মদ আমিন জানিয়েছেন, নতুন ঘরোয়া গ্যাস সংযোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই বীমা পাওয়া যায়। কোনও দুর্ঘটনা ঘটলে আপনার গ্যাস এজেন্সিকে জানাতে পারেন।
আরো পড়ুন: ব্যাঙ্কে যেতে হবে না! কৃষক বন্ধুর টাকা ঢুকলো কিনা এইভাবে দেখুন
6 লক্ষ টাকার বীমা কভারেজ কীভাবে পাবেন?
মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
1) গ্যাস কোম্পানিগুলোর মতে, দুর্ঘটনায় মৃত্যু হলে জনপ্রতি 6 লাখ টাকা দেওয়া হয়।
2) একই সময়ে আঘাতের ক্ষেত্রে জনপ্রতি সর্বোচ্চ 2 লক্ষ টাকা দেওয়া হয়। পরিবারে যত সদস্যই থাকুন, সর্বোচ্চ 30 লক্ষ টাকাই ধার্য থাকবে।
3) সম্পত্তির ক্ষতি হলে সর্বোচ্চ 2 লাখ টাকা দেওয়া হয়।