অগস্ট মাস শুরু হয়ে গেল, কবে পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা? প্রশ্ন জাগছে অনেকের মনেই। এবার সেই উত্তর নিয়েই হাজির কাজের সুবিধা। প্রয়োজনে আপনার টাকা কবে আসবে বা এসে গিয়েছে কিনা তাও চেক করে নিতে পারবেন নিম্নলিখিত উপায়ে।
লক্ষ্মীর ভান্ডারে আর্থিক সহায়তার পরিমাণ
SC/ST শ্রেণীর পরিবারের প্রধান মহিলারা: প্রতি মাসে 1,200 টাকা।
অন্যান্য বিভাগে পরিবারের প্রধান মহিলারা: প্রতি মাসে 1,000 টাকা।
রাজ্যে দুই কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভান সুবিধা পাচ্ছেন
সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে, রাজ্যের শিল্প, বাণিজ্য এবং মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী ড. শশী পাজা বিধানসভায় জানিয়েছেন, এ বছর অধি দফতরে লক্ষ্মীর ভান্ডারের জন্য 2 কোটি 29 লাখ 66 হাজার 72টি আবেদন জমা পড়েছে। রাজ্যের 23 জেলার মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
রাজ্যের কোন জেলার কত জন মহিলারা সুবিধা পাচ্ছেন?
- কলকাতায় 6 লাখ 38 হাজার 439 জন।
- হাওড়ায় 10 লাখ 85 হাজার 388 জন।
- পশ্চিম বর্ধমানে 5 লাখ 77 হাজার 728 জন।
- পূর্ব বর্ধমানে 12 লাখ 46 হাজার 828 জন।
- দক্ষিণ 24 পরগনায় 20 লাখ 50 হাজার 933 জন।
- উত্তর 24 পরগণায় 21 লক্ষ 84 হাজার 511 জন।
কবে পাবেন অগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা?
দেখুন, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে। এ মাসেও তার অন্যথা হবে না একেবারেই।
এই আগস্ট মাসেও 1 থেকে 10 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 25 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত ঢুকে যাবে।
লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন
(১) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট দেখুন। socialsecurity.wb.gov.in
(২) আপনার আবেদন আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, বা স্বাস্থ্য সাথী নম্বর লিখুন।
(৩) প্রদত্ত ক্যাপচা কোড লিখুন এবং ‘Search’ এ ক্লিক করুন।
(৪) আপনার আবেদনের অবস্থা এবার স্ক্রিনে প্রদর্শিত হবে।
আরো পড়ুন: বেতন ও ভাতা বেড়ে গেল, রাজ্যের এইসমস্ত কর্মচারীদের জন্য
লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করুন
(১) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট দেখুন। socialsecurity.wb.gov.in
(২) আপনার আবেদন আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, বা স্বাস্থ্য সাথী নম্বর লিখুন।
(৩) প্রদত্ত ক্যাপচা কোড লিখুন এবং ‘Search’ এ ক্লিক করুন।
(৪) এবার আপনার লক্ষ্মীর ভান্ডার মাসিক পেমেন্ট স্ট্যাটাসের বিশদ বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হবে।