অনেকের অ্যাকাউন্টেই এরইমধ্যে টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে টাকা। আপনিও পেয়েছেন তো! যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চিত করুন যে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই তো আপনার! সেটি থাকলে কিন্তু রাজ্য সরকার কোনও টাকা পাঠাতে পারবে না।
কয়েকদিন আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার পরিমাণ বাড়বে। সেই টাকা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
এই প্রকল্পের অধীনে, যাঁরা প্রতি মাসে 500 টাকা পান তাঁরা 1000 টাকা পাবেন এবং যাঁরা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাবেন তাঁদের অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের যদি এই নির্দিষ্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে তাঁরা এপ্রিল থেকে এক টাকাও পাবেন না।
এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে কেন ঢুকবে না টাকা?
RBI-এর মতে, Paytm-এর অডিট রিপোর্ট এবং বহিরাগত রিপোর্টে পাওয়া গিয়েছে যে Paytm ক্রমাগত নিয়ম লঙ্ঘন করেছে। এর পরেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের নিয়ম 35A-এর অধীনে, 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank) গ্রাহকরা কোনও ক্রেডিট, লেনদেন, ফাস্ট ট্যাগ ব্যবহার করতে পারছেন না।
15 মার্চের পর থেকে এমনকি কোনও সরকারি স্কলারশিপ কিংবা ভাতার টাকাও এই অ্যাকাউন্টে দিতে পারছে না সরকার। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকবে না এই ব্যাঙ্কে। তাই অবিলম্বে টাকা পেতে উপযুক্ত ব্যবস্থা নিন।
তাহলে টাকা পাওয়ার জন্য কী করতে হবে?
29 ফেব্রুয়ারির পর থেকে Paytm-এর সমস্ত পরিষেবা স্বাভাবিক ভাবে চলছে। তবে যাঁরা Paytm ওয়ালেট এবং UPI ব্যবহার করছেন তাঁদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। Paytm ওয়ালেট-এ কোনও টাকা জমা করা যাবে না। মানিব্যাগে আগে থেকেই ব্যালেন্স থাকলে তা অন্য জায়গায় ট্রান্সফার করা যেতে পারে। আপনি যদি Paytm ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ওয়ালেট ব্যবহার করেন তবে আপনি এটি করতে পারবেন না। 29 ফেব্রুয়ারির পরে, ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও ক্রেডিট নেওয়া যাবে না।
কিন্তু আপনি যদি আপনার Paytm অ্যাকাউন্টকে গুগল পে কিংবা ফোন পের মতো করে ব্যবহার করেন তাহলে অসুবিধা হবে না। অর্থাৎ Paytm অ্যাকাউন্টটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জব ন্যাশনাল ব্যাঙ্ক, HDFC বা কোনও স্বীকৃত ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে থাকেন তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। এছাড়াও আপনি UPI পেমেন্ট ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি Paytm ব্যাঙ্কের সাথে লিঙ্কযুক্ত ওয়ালেট ব্যবহার করতে পারবেন না।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষ্মী ভান্ডার’। মূলত, লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করার সময় বয়সসীমা ছিল পঁচিশ থেকে ষাট বছর। এবার মমতা বলেছেন, এখন থেকে লক্ষ্মী ভান্ডারের সুবিধাভোগীরা ৬০ বছর পূর্ণ করার পর বার্ধক্য ভাতার আওতায় আসবেন।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 নতুন মাসে সুখবর! ১ এপ্রিল রাত থেকে কমলো ডিজেল ও কেরোসিনের দাম
👉 DA এবং বেতন নিয়ে কর্মীদের বিরাট জয়, হাইকোর্টের এই রায়ে তাদের জীবন বদলে গেল
👉 প্রতি মাসে রান্নার গ্যাস তো কিনছেন, এতে কেন্দ্র ও রাজ্যের কত টাকা লাভ থাকে জানেন কি?
👉 লটারির থেকে কম নয় সরকারি কর্মীদের জন্য! এক একজন পাবে ২ লাখ টাকা
👉 মহিলাদের জন্য এই ৪ টি প্রকল্প, ভোটের আগেও ছিল ভোটের পরেও থাকবে