পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প।
এই কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় শীতকালীন বা রবি মরশুমের কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসেই সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে বলে আশা করা যাচ্ছে।
যদিও সরকারের তরফ থেকে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে পূর্ব বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যাচ্ছে যে, আগামী ডিসেম্বর মাসে এই টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হবে।
কৃষক বন্ধু প্রকল্প কেন গুরুত্বপূর্ণ?
২০১৯ সালে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের কৃষকরা সারা বছর চাষাবাদের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা যাতে পান সেই ব্যবস্থা করা।
কৃষকদের মূলত খরিফ মরশুম এবং রবি মরশুমে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি কৃষককে বছরে সর্বোচ্চ ১০০০০/- টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কেমন ভাবে নির্ধারণ করা হয়?
কৃষক বন্ধুর প্রকল্পের আয়তায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকার পরিমাণ নির্ধারণ করা হয়।
- কোন কৃষকের ০.৪০ একর জমি থাকলে প্রতি কিস্তিতে ২০০০/- টাকা এবং বছরে মোট ৪০০০/- টাকা দেওয়া হয়।
- কোন কৃষকের ০.৯৯ একরের মধ্যে জমি থাকলে জমির পরিমাণকে ৫০ দিয়ে গুন করে টাকা নির্ধারন করা হয়। উদাহরণস্বরূপ যদি কোন কৃষকের ০.৬০ একর জমি থাকে তাহলে তিনি এক কিস্তিতে ৩০০০/- টাকা পাবেন এবং দুই কিস্তিতে মোট ৬০০০/- টাকা পাবেন।
- কোন কৃষকের যদি ১ একর বা তার বেশি জমি থাকে, তাহলে এক কিস্তিতে ৫০০০/- টাকা এবং বছরে মোট ১০০০০/- টাকা পাওয়া যায়।
কিভাবে আবেদন করবেন?
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে কৃষকদের নিকটস্থ কৃষি অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য আবেদন ফরম পূরণ করতে হয়। এই প্রকল্পে আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল-
- ভোটার কার্ড,
- আধার কার্ড,
- ব্যাংকের পাস বইয়ের জেরক্স,
- মোবাইল নাম্বার,
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং
- জমির দলিল
কিভাবে স্ট্যাটাস চেক করবেন
কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আপনার কিস্তির টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা বা কখন আসবে তা জানতে পারেন কৃষক বন্ধুর প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (https://krishakbandhu.net/) থেকে।
অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্ট নাম্বার বা কৃষক বন্ধু আইডি ব্যবহার করে সহজেই স্ট্যাটাস চেক করা যায়।
সেখানে যদি “Approved” এবং “Account Valid” লেখা থাকে তাহলে বুঝতে হবে খুব শিগগিরই এই প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে জমা হবে।
আরও পড়ুন:
টাকা প্রদানের সময়কাল
কৃষক বন্ধু প্রকল্পের অধীনে বছরে দুবার কিস্তি প্রদান করা হয়।
- খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া হয়,
- রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের টাকা প্রদান করা হয়।
২০২২ এবং ২০২৩ সালের মতো এবারও আশা করা যাচ্ছে যে ২০২৪ সালের রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে প্রদান করা হবে।