June 30 is the last date Go to the ration dealer the ration is off next month
WhatsApp Group Join Now

বর্তমানে দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে ই কেওয়াইসি অর্থাৎ আধার সংযুক্তিকরণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবক্ষেত্রেই আপনার কেওয়াইসি লাগবে। অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এমনকি রেশন কার্ডের সঙ্গেও আপনার ই কেওয়াইসি করা বাধ্যতামূলক হিসাবেই ধরা হয়।

বর্তমানে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি যদি সরকারি দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করেন তাহলে আপনাকে  ই কেওয়াইসি করাতেই হবে। আর এই ই কেওয়াইসি করার শেষ তারিখ খুব নিকটেই এসে হাজির হয়েছে। খাদ্য সরবরাহ বিভাগ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে রেশন দোকানে গিয়ে সেখানে ই কেওয়াইসি করতে হবে। কীভাবে ই কেওয়াইসি করবেন কোথায় বা করবেন  কেওয়াইসি?

সরকারি রেশনের সুবিধা নেওয়ার জন্য আপনাকে রেশনের দোকানে যেতে হবে এবং সেখানে গিয়ে রেশন ডিলারের সঙ্গে দেখা করে আপনাকে ই কেওয়াইসি করতে হবে‌।রেশন ডিলার পিওএস মেশিনে আপনার আঙ্গুলের ছাপ চাইবে সেটি আপনাকে দিতে হবে,  এর পরেই আপনার ই কেওয়াইসি সম্পন্ন হবে।

মনে রাখবেন ২০২৪ সালের ৩০ শে জুন তারিখের মধ্যেই এই ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে। আর যদি না করে থাকেন তাহলে পরের মাস থেকে আপনার রেশন কার্ড অচল হয়ে যাবে এবং আপনি রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন না।

এখন প্রশ্ন উঠছে এই যে, কেন এই ই কেওয়াইসি করা বাধ্যতামূলক। আসলে অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায় যে কিছু মানুষ বিবাহিত বা কিছু মানুষ যাদের নাম রেশনে বাদ চলে গিয়েছে অথচ তা সত্ত্বেও ওই সদস্যের নামে প্রতি মাসে রেশন বিতরণ করা হচ্ছে।

আরো পড়ুন: ট্রেনে আর ভিড় হবেনা! যাত্রীদের জন্য বড়সড় প্ল্যান রেলের

এই সকল অসৎ উদ্দেশ্য ও অন্যায় কার্যকলাপ আটকে দেওয়ার জন্য ও রেশন কার্ড থেকে ওই সদস্যের নাম বাদ দেওয়ার জন্য এবং  মানুষ যাতে মৃত বা বহিরাগতের কার্ড ব্যবহার করতে না পারেন তার জন্য সরকার রেশন কার্ড ধারীদের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছেন। এর ফলে বহিরাগত এবং অন্য জায়গায় যাওয়া বিবাহিতরা যেমন সেখান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন না ঠিক তেমনি যোগ্য রেশন কার্ডধারীদের পক্ষে রেশন সামগ্রী সংগ্রহ করা সুবিধা জনক হবে।

WhatsApp Group Join Now

এখন ই কেওয়াইসি করবার জন্য যদি আপনাকে কোন লিংক দেওয়া হয় বা কেউ যদি আপনাকে রেশন কার্ডের ই কেওয়াইসি করতে বলে তবে এই জাতীয় মেসেজে চট করে বিশ্বাস করবেন না কারণ এই মেসেজগুলি প্রতারণার একটি ফাঁদ হতে পারে আপনার জন্য।

ই কেওয়াইসি করবার জন্য শুধুমাত্র রেশন ডিলারের সাথে যোগাযোগ করলেই হবে। পূর্বেই বলা আছে ই কেওয়াইসির শেষ তারিখ হল ৩০ শে জুন তাই সেই সময়ের মধ্যেই আপনার নিকটবর্তী রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *