বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া আমাদের জীবনটাই অচল। আর ইন্টারনেট ছাড়া তো দিন কাটানোই কঠিন। কিন্তু ইন্টারনেট এবং কলিং প্ল্যানের খরচ কমানো সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এই সমস্যা সমাধান করতে রিলায়েন্স জিও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যের কিছু রিচার্জ প্ল্যান, যা মাত্র 300 টাকার কম দামে আনলিমিটেড সব সুবিধা দিচ্ছে। অর্থাৎ, বাজেটের মধ্যে থেকেই মিলবে ফ্রি কলিং, SMS, ইন্টারনেট ইত্যাদি সুবিধা।
কম খরচে জিওর সেরা রিচার্জ প্ল্যান
জিও বর্তমানে ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। কোটি কোটি গ্রাহক এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। বিভিন্ন প্রয়োজন অনুযায়ী জিওর সস্তা থেকে দামী, বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। তবে আমরা আজ এমন কিছু প্ল্যানের কথা বলব, যা মাত্র 300 টাকার কম দামে আনলিমিটেড সব সুবিধা দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক সেই প্ল্যানগুলি।
জিওর 189 টাকার প্ল্যান
জিও এই প্ল্যানে 28 দিনের মেয়াদ দিচ্ছে। সঙ্গে দিচ্ছে আনলিমিটেড ফ্রি কলিং। অর্থাৎ যেকোন নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন। সঙ্গে 2GB ডাটা পাওয়া যাবে এবং প্রতিদিন 100টি করে ফ্রি SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে। এই প্লানটি বিশেষত সাধারণ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত, যারা কম ইন্টারনেট ব্যবহার করেন, কিন্তু কলিং-এর জন্য সাশ্রয়ী মূল্যের প্ল্যান খুঁজছেন।
জিওর 198 টাকার প্ল্যান
জিও 128 টাকার এই প্ল্যানে 14 দিনের মেয়াদ দিচ্ছে এবং আনলিমিটেড ফ্রি কলিং-এর সুবিধা প্রদান করছে। এই প্ল্যানে মোট 2GB ডেটা পাওয়া যাবে। সঙ্গে আনলিমিটেড 5Gডেটার সুবিধা দেওয়া হবে। এছাড়া প্রতিদিন 100টি করে ফ্রি SMS-এর সুবিধা মিলবে। 5G গ্রাহক হলে এই প্ল্যানটি সেরা একটি বিকল্প হতে পারে।
জিওর 239 টাকার প্ল্যান
জিও 239 টাকার এই প্ল্যানে 28 দিনের মেয়াদ দিচ্ছে। সঙ্গে দিচ্ছে আনলিমিটেড ফ্রি কলিং। অর্থাৎ যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলতে পারবেন। সঙ্গে প্রতিদিন 1GB করে ডেটা দিচ্ছে এবং প্রতিদিন 100টি করে ফ্রি SMS-এর সুবিধা প্রদান করছে।
আরও পড়ুন: একধাক্কায় বেতন বাড়বে দ্বিগুণ! সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট রাজ্যের
জিওর 299 টাকার প্ল্যান
জিও 299 টাকার এই প্ল্যানে 28 দিনের মেয়াদ দিচ্ছে। সঙ্গে দিচ্ছে আনলিমিটেড ফ্রি কলিং-এর সুবিধা। শুধু তাই নয়, প্রতিদিন 1.5 জিবি করে ডেটার সুবিধা দেওয়া হচ্ছে এবং প্রতিদিন মিলবে 100টি করে SMS। তাই যারা প্রতিদিন বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন, বিশেষত ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প।
মাত্র 300 টাকার কম দামে জিওর এই সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানগুলি সেরা পরিষেবা দিতে এখন প্রস্তুত। তাই আপনার প্রয়োজন অনুযায়ী প্ল্যানটি বেছে নিন এবং এখনই রিচার্জ করে উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।