আজকাল বহু দোকানে নগদ টাকার বদলে অনলাইনে পে করে জিনিসপত্র কেনাকাটা করা যায়। সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন আপনি G-Pay, PhonePe বা Paytm যেভাবেই টাকা দিন না কেন সঙ্গে সঙ্গে একটি অডিও বার্তা সোচ্চারে দোকানদারকে জানিয়ে দেয় কত টাকা পেমেন্ট হয়েছে।
যে সাউন্ড বক্স থেকে পেমেন্ট নিয়ে এই ঘোষণা ভেসে আছে তার বাজার মোটামুটি এতদিন একচেটিয়াভাবে Paytm ও PhonePe-এর দখলে আছে। তবে এখানে এবার থাবা বসানোর পরিকল্পনা করেছে মুকেশ আম্বানির জিও।
সকলেই এতদিনে জেনে গিয়েছেন Paytm Payment Bank কার্যত বন্ধ হয়ে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে গত ১৫ মার্চ থেকে এই বিষয়টি ঘটেছে। ঠিক এমনই সময় সুযোগ বুঝে আম্বানি তাঁর Jio Pay-এর ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। আর সেক্ষেত্রে তাঁর হাতিয়ার হল Payment Soundbox.
জিও ভারতীয় টেলিকম বাজারে প্রবেশ করে তার গোটা হালচাল বদলে দিয়েছে। রিলায়েন্স গোষ্ঠীর এই সংস্থাটি জিও-কে হাতিয়ার করে ডিজিটাল পরিষেবা এবং ডিজিটাল প্লাটফর্মের আরও নানান দিকে তাঁদের ব্যবসা সম্প্রসারণ করেছে। এই পথে হাঁটতে গিয়ে তাঁরাও G-Pay, PhonePe এর মত Jio Pay নিয়ে আসে। কিন্তু জিও’র এই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি ততটাও জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
কিন্তু এই ডিজিটাল পেমেন্ট ব্যবসায় উল্লেখযোগ্য ছাপ রাখতে তাই এবার পেমেন্ট সাউন্ড বক্সকে হাতিয়ার করে তারা এগোতে চাইছে। বিশেষ করে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়া এই জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে।
পেটিএম-এর অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু থাকলেও ব্যবসায়ী, সাধারণ গ্রাহকরা তাদের উপর অনেকটাই আস্থা হারিয়েছে। এই সুযোগে ব্যবসায়ীদের মধ্যে দ্রুত Jio Pay তাদের ব্যবসা বিস্তার করতে চাইছে। আর এক্ষেত্রে তাদের হাতিয়ার হল পেমেন্ট সাউন্ডবক্স।
সূত্রের খবর, Jio Pay Soundbox আনার বিষয়ে আম্বানির সংস্থায় জোর আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু ঠিক হয়নি। যদিও আরেকটি সূত্র বলছে, এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে সকল ব্যবসায়ীরা জিও’র পেমেন্ট সাউন্ড বক্স ব্যবহার করবেন তাঁদের আকর্ষণীয় সব অফার দেওয়া হবে টেলিকম সংস্থাটির পক্ষ থেকে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 স্কুলে মোবাইল ঘাঁটা তো যাবেই না! তার সাথে মোট ৩ টি নিয়ম মানতে হবে
👉 ২ চাকা, ৪ চাকা যাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! কীভাবে পাবেন জানুন
👉 Jio-কে টেক্কা দিতে নতুন কোম্পানির সিম আনছে আদানি? আবারো ৩ মাস সবকিছু ফ্রি?
👉 রান্নার গ্যাস সিলিন্ডার কত দিন চলবে? এই নম্বরটি দেখেই বুঝে যান
👉 আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI
👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ১ সুখবর দিল RBI, কিন্তু হিসেব মিলছে না