ঘুম ভাঙাল Reliance Jio। দাপিয়ে দাম বাড়ল আরও এক নতুন রিচার্জ প্ল্যানের। প্রায় 2,000 টাকা ছুঁল দাম। কী কী সুবিধা পাবেন? ভারতীয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও বৃহস্পতিবার তার বিদ্যমান শুল্কের হার এমনিতেই বাড়িয়েছে।
এছাড়াও, Jio সীমাহীন সুবিধার প্ল্যানগুলির একটি নতুন সিরিজও চালু করেছে। এই নতুন প্ল্যানগুলো 3 জুলাই, 2024 থেকে কার্যকর হবে৷ এর মধ্যেই ব্যবহারকারীরা সারা দেশে সীমাহীন 5G ডেটা পাবেন বলে আশা করা হচ্ছে। আসুন আমরা আপনাকে Jio আকাশচুম্বী দামি প্ল্যানের সম্পর্কে বলি।
দেখে নিন জিওর বর্ধিত মেয়াদের প্ল্যানের তালিকা
- 1.5 জিবি/দিনের জন্য ₹579,
- 56 দিনের মেয়াদ সহ 2 GB/দিনের জন্য ₹629,
- 84 দিনের মেয়াদ সহ 6 GB/দিনের জন্য ₹479 এবং
- 84 দিনের মেয়াদ সহ 1.5GB/দিনের জন্য ₹799
- 84 দিনের বৈধতার সাথে 2GB/দিনের জন্য 859
- 84 দিনের মেয়াদ সহ 3GB/দিনের জন্য ₹1199,
- 336 দিনের মেয়াদ সহ 24GB-এর জন্য ₹1899,
- 365 দিনের মেয়াদ সহ 2.5GB/দিনের জন্য ₹3599
জিওর এক বছরের জন্য RS. ₹1899 রিচার্জ প্ল্যান
সম্প্রতি, 1559 টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে 1899 টাকা করে বসেছে Jio। এটিতে একবার রিচার্জ করলে প্রায় ১ বছর আর রিচার্জ করতে হবেনা। চলুন দেখে নিই, এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাবেন-
- 336 দিনের বৈধতা।
- আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ।
- ফ্রি রোমিং সুবিধা।
- 24GB হাই স্পিড সীমাহীন ডেটা।
আরো পড়ুন: Jio, Airtel সবাই রিচার্জের দাম তো বাড়ালোই, সাথে ১ টি নিয়মে পরিবর্তন হলো
নতুন প্ল্যান ছাড়াও, Jio Platforms Limited ব্যবহারকারীদের দু’টি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে৷
Jio Safe: কলিং, মেসেজিং এবং ফাইল ট্রান্সফারের জন্য কোয়ান্টাম-সুরক্ষিত যোগাযোগ অ্যাপ, খরচ প্রতি মাসে 199 টাকা।
Jio Translate: ভয়েস কল, ভয়েস মেসেজ, টেক্সট এবং ছবি ট্রান্সলেট করার জন্য একটি AI-ভিত্তিক বহুভাষিক অ্যাপ, খরচ প্রতি মাসে 99 টাকা।