জুলাই মাসের শুরুর দিকেই মোবাইলের রিচার্জ প্ল্যান অনেকখানি বেড়ে গেছে। যে কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মোবাইল রিচার্জের খরচ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় অনেকেই সিম পোর্ট করে বিএসএনএল এ চলে যাচ্ছেন।
এক সময় রিলায়েন্স জিওর যে প্ল্যানটি ফ্রিতে ছিলো পরবর্তীতে ১৯৯ টাকার প্ল্যান ছিল, সেই প্লানটির দাম কুড়ি পারসেন্ট বাড়িয়ে ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান করে দেওয়া হয়। ৩রা জুলাই থেকে এই রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়া হয়।
কিন্তু তার আগে ১৯৯ টাকার রিচার্জে রোজ আনলিমিটেড কলিং থেকে শুরু করে ১.৫ জিবি হাইস্পিড ডেটা ও প্রতিদিনকার ১০০টি SMS ফ্রি পাওয়া যেতো, এ ছাড়া যেদিন থেকে 5G পরিষেবা লঞ্চ হয়,সেদিন থেকে সকল প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি দেওয়া হচ্ছিলো।
তবে রিচার্জ প্ল্যান ১৯৯ টাকার থেকে এখন ২৩৯ টাকার হয়ে গেছে। এ ছাড়া কেউ যদি বেশি ডেটা নাও ব্যবহার করে তবুও তাকে ন্যূনতম ১৮৯ টাকার রিচার্জ করতেই হবে ২৮ দিনের প্ল্যানের জন্য।
এই টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ার পর থেকে দিন দিন BSNL এ পোর্ট করার সংখ্যা বেড়ে চলেছে, তাই গ্রাহকদেরকে নিজেদের দিকে ফেরাতে আবার নতুন রিচার্জ প্ল্যান করলো জিও। Jio, Airtel, Viর মতো টেলিকম কোম্পানিগুলি নিজেদের রিচার্জের দাম বাড়ালেও BSNL এক টাকাও দাম বাড়ায় নি।
আরো পড়ুন: 1 টি 2 টি না, এই 4 টি ব্যাংকের বিরুদ্ধে অ্যাকশনে RBI
তাই মানুষ নিজেদের পকেট বাঁচাতে BSNL এ পোর্ট করছিলেন। তাই গ্রাহকদের নিজেদের দিকে টানতে আবারও জিও ১৯৯ টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করলো। আগের মতই ১৯৯টাকার রিচার্জ করলে ১.৫ জিবি হাইস্পীড ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০ sms পাওয়া যাবে। তবে সময়ের বৈধতা এক্ষেত্রে দশ দিন কমে গেছে, আগে বৈধতা ছিলো ২৮ দিন,এখন সেটা কমে হয়ে গেছে ১৮ দিন।