Pan Card: প্যান কার্ড কি কি কাজে লাগে? জানুন প্যান কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্যান কার্ড (Pan Card) নিয়ে এখন চারিদিক সরগরম। তবে প্যান কার্ড কেমন দেখতে হয় তা জানে না এমন ভারতবাসী আজকাল খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু প্যান কার্ড আসলে কী, তা কীভাবে কাজ করে, প্যান কার্ড না থাকলে আপনার কী অসুবিধা হবে এগুলো অনেকেই জানেন না। আজকের প্রতিবেদনে সেই বিষয়গুলোই আমরা তুলে ধরব আপনার সামনে।

প্যান কার্ড কী? (What is Pan Card in Bengali)

Pan Card- এর আসল কথাটি হল Permanent Account Number. সেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর সম্বলিত কার্ডকে বলা হয় প্যান কার্ড। ভারত সরকারের আয়কর বিভাগ (Income Tax Department) প্রতিটি নাগরিকের জন্য দশ সংখ্যার একটি ইউনিক প্যান কার্ড ইস্যু করে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় বৈধ অর্থনৈতিক লেনদেন, আয়-ব্যয়, সম্পদের হিসেব সবকিছুই আয়কর বিভাগের কাছে রক্ষিত হতে থাকে।

এই প্যান কার্ড দেশের নাগরিকদের সচিত্র পরিচয়পত্র হিসেবেও স্বীকৃত। একটি বৈধ প্যান নম্বর পরবর্তীতে অন্য কারোর কখনও হতে পারে না। সহজ করে বললে, প্যান কার্ডের মাধ্যমে রাষ্ট্র দেশের নাগরিকদের অর্থনৈতিক বিষয়ের উপর নজর রাখে। সেখানে কোনরকম ভুলভাল কোন‌ও কাজ ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে আয়কর দফতর।

প্যান কার্ড এত জরুরি কেন? (Pan Card Importance)

আগেই বলা হয়েছে দেশের নাগরিকদের যাবতীয় আর্থিক অর্থাৎ টাকা-পয়সার লেনদেনের উপর প্যান কার্ডের মাধ্যমে নজর রাখে আয়কর বিভাগ। আর তাই নিয়ম করে দেওয়া হয়েছে, প্যান কার্ড ছাড়া কোন‌ও বৈধ লেনদেন করা যাবে না। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পর্যন্ত প্যান কার্ড লাগে।

এর বাইরে আপনি একটু বেশি টাকার লেনদেন করতে গেলে বা কোন‌ও কিছু কিনতে গেলে সঙ্গে সঙ্গে প্যান ব্যবহার করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে প্যান ব্যবহারের অনেক নিয়ম এতদিনে বহু মানুষ জানে। কিন্তু জানেন কি রেস্তোরাঁয় খেতে গিয়ে আপনার বিল যদি ২৫০০০ টাকার বেশি হয় তবে প্যান কার্ড দরকার! তেমনি প্যান কার্ড ছাড়া আপনি সোনার গহনা কিনতে পারবেন না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনার জীবনে যে সমস্ত বিষয়ের সঙ্গে অর্থ এবং সম্পদের সম্পর্ক আছে সেখানে কোনরকম লেনদেন ঘটলেই প্যান কার্ড জরুরি। আর না হলেই সরকার গোটা বিষয়টিকে বেআইনি আর্থিক লেনদেন হিসেবে বিবেচনা করবে। তবে প্যান কার্ড ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা। প্যান ছাড়া ইনকাম ট্যাক্স বিভাগের কোন‌ও কাজই হওয়া সম্ভব নয়।

এছাড়া বিমার প্রিমিয়াম দেওয়া, শেয়ার বাজারে লেনদেন, ব্যাঙ্কের লোনের আবেদন জানানো, ইএমআইএ কোন‌ও জিনিস কেনা সবেতেই বর্তমানে প্যান কার্ড বাধ্যতামূলক হয়ে গিয়েছে।

কীভাবে প্যান কার্ড করবেন?

কারোর যদি প্যান কার্ড না থাকে তবে নতুন প্যান কার্ড বানাতে গেলে তাকে তিন ধরনের নথি জমা দিতে হবে। সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র ও জন্মের শংসাপত্র। এক্ষেত্রে আধার কার্ড থাকলে আর কোনও নথি দিতে হবে না।

আধার দিয়ে তিন ধরনের পরিচয়পত্র জমা করার কাজ‌ই হয়ে যাবে না হলে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট এগুলো দিয়েও সহজে প্যান কার্ড করাতে পারেন।

তবে বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার এক প্রক্রিয়া চলছে। এটা করাতেই হবে। তাই দেরি না করে ৩১ মার্চের মধ্যে এই লিঙ্ক প্রক্রিয়া সেরে ফেলুন। নাহলে এরপর মোটা টাকা ফাইন দিতে হবে।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 রান্নার গ্যাস বুক করলেই সরাসরি অ্যাকাউন্টে ২০০ টাকা দেবে কেন্দ্র

👉 বাড়িতে নগদ কত টাকা রাখা যায়? সরকারি নিয়ম জানুন

👉 প্যান এবং আধার কার্ডে নামের বানান আলাদা? এইভাবে ঠিক করুন

Leave a Comment