আপনার রেশন কার্ড তো আছে, কিন্তু এই ৫ টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তো?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে  আপনিও পেয়ে যাবেন ৫টি সরকারি প্রকল্পের সুবিধা। এমন কতকগুলি প্রকল্প কেন্দ্র সরকার গৃহহীন মানুষ, কৃষক থেকে শ্রমিক ও মহিলাদের সুরক্ষা দিতে এবং তাদের আত্মনির্ভর করতে চালু করেছেন।

এমন কতগুলি সরকারি প্রকল্প, যেখানে শুধুমাত্র রেশন কার্ড ধারক হলেই আপনি কেন্দ্র সরকারের আওতাধীন সেই সকল সুবিধা পেয়ে যাবেন অনায়াসেই। কী সেই ৫ টি প্রকল্প? চলুন একে একে জেনে নেওয়া যাক।

(১) প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা- কৃষকদের যাতে মঙ্গল হয়, তাদের যাতে উন্নয়ন হয় সেই কারণে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু করেছেন। এই যোজনায় আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে ফসলের ক্ষতি হলে আপনি ক্ষতিপূরণ পাবেন।

(২) পিএম বিশ্বকর্মা যোজনা- ২০২৩ সালে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা পিএম বিশ্বকর্মা যোজনার খাতে শ্রমিকদের আর্থিক পরিস্থিতি যাতে শুধরে যায়,সেই কারণে একটি প্রকল্পের আয়োজন করেছেন,যার ফলে রেশন কার্ড থাকলে এক লাখ থেকে দু লাখ টাকা ঋণ পেয়ে যাবেন। স্বাভাবিকভাবেই এই যোজনার ফলে শ্রমিকদের আর্থিক পরিস্থিতি আগের থেকে আরো উন্নত হয়েছে।

(৩) প্রধানমন্ত্রী আবাস যোজনা- প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে যাদের মাটির বাড়ি থাকে অথবা যারা গৃহহীন হয় তারা বাড়ি করবার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। আপনার রেশন কার্ড থাকলে এই সুবিধা পেতে পারেন।

এই প্রকল্পে শহরাঞ্চলে এক লাখ ত্রিশ হাজার টাকা ও গ্রামীণ এলাকায় এক লাখ কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই যোজনার ফলে দরিদ্র পরিবারের পক্ষে নিজের ঘর বানানো সহজ হয়ে উঠেছে।

(৪) শ্রমিক সুরক্ষা কার্ড- শ্রমিকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত ও সুরক্ষিত করবার জন্য কেন্দ্র সরকার শ্রমিক সুরক্ষা কার্ডের প্রকল্প এনেছেন এই প্রকল্পের ফলে ১৮ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে যে কেউ এই কার্ড পেতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই কার্ডের ফলে ৬০ বছরের পরে তারা সরকারি পেনশন পাবেন। যাতে শেষ বয়সে তারা অসহায় না হয়ে পড়েন, তার জন্যই কেন্দ্র সরকারের এই জনহিতকর প্রকল্প। কেন্দ্র সরকারের এই ৬টি প্রকল্প সমাজকে দিশা দেখাচ্ছে।

আরো পড়ুন: ৫ হাজার, ১০ হাজার টাকার সুবিধা পাবেন! জন ধন অ্যাকাউন্ট না থাকলে খুলে নিন

(৫) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা- যদি কারো কাছে রেশন কার্ড থাকে তাহলে এই মোহনায় প্রতি বছরে তাকে ৬০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।

তিনটি কিস্তিতে এই টাকা তাকে দেওয়া হয়। যে কোনো কৃষিজাত দ্রব্য কিনতে এই টাকা তিনি পেতে পারেন এবং তার ফলে সেই ব্যক্তির চাষবাসে বিশেষভাবে উপকার হবে সে কথা বলাই বাহুল্য।

Leave a Comment