মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই বেরিয়ে যেতে পারে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? সম্প্রতি এমনই জল্পনা শুরু হয়েছে রাজ্যের শিক্ষা মহলে। বিষয়টি নিয়ে সকলেই অবাক হয়ে গিয়েছেন। কারণ সাধারণ নিয়ম হল, মাধ্যমিকের ফল প্রকাশের কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়।
গত বছরও তাই হয়েছে। ২০২৩ সালে ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় ২৪ মে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতে তা সাড়া ফেলে দিয়েছে।
চলতি বছর ধারাবাহিকতা মেনেই প্রথমে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তার কিছুদিন পর শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি আর উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।
স্বাভাবিকভাবেই অনুমান করা হয়েছিল মাধ্যমিকের ফল প্রকাশের পর যথারীতি প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। কিন্তু রাজ্যের শিক্ষা মহলের একটি অংশের দাবি, এবার এপ্রিল মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যবর্তী সময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে দিতে পারে উচ্চ শিক্ষা সংসদ। সেই সূত্র মারফত আরও জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসের মাঝামাঝি সময়ে।
আরও জানানো গিয়েছে, এপ্রিল মাসের শেষের দিকে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও পরীক্ষার্থীরা মার্কশিট ও সার্টিফিকেট সঙ্গে সঙ্গে হাতে পাবে না। তার জন্য প্রায় সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে।
যদি মাধ্যমিক পরীক্ষার আগেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয় তবে সেইদিন কেবলমাত্র অনলাইনে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর জানতে পারবে। তার সপ্তাহ দুয়েক পর উচ্চশিক্ষা সংসদ স্কুলগুলিকে মার্কশিট ও সার্টিফিকেট পাঠালে তবে সেটা হাতে পাবে পড়ুয়ারা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এই জল্পনার বিষয়ে কোনও কিছু জানায়নি উচ্চ শিক্ষা সংসদ। ফলে আদৌ এই জল্পনা সত্যি হবে কিনা তা নিয়ে সংশয় আছে। তবে এই জল্পনা ছড়ালেও উচ্চ শিক্ষা সংসদ এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট বিবৃতি না দেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা আরও ডালপালা মেলছে।
এদিকে এই মুহূর্তে লোকসভা নির্বাচনে প্রক্রিয়ার চলায় সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে মন্তব্য করায় নিষেধ আছে। সবমিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এবার জল্পনা বেশ ডালপালা মেলেছে।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৬ মাসের জন্য টাকা তোলা বন্ধ! এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই বিপদ
👉 এপ্রিলে ৫০০ ধরনের ওষুধের দাম বাড়ছে, কিন্তু সরকার বলছে অন্য কথা
👉 ভোটের আগে ১৫,০০০ টাকা দিচ্ছে মোদী! এই কাগজপত্র নিয়ে আবেদন করুন
👉 Jio এবং Airtel এর আচ্ছে দিন, তবে ভালো নেই Vi
👉 রাজ্যে ভোটের মধ্যেই আবার সক্রিয় ইডি (ED), রেশন কার্ড নিয়েই যত প্রবলেম
👉 ব্যাঙ্কে ব্যাঙ্কে পড়ে রয়েছে ৪২ হাজার কোটি টাকা, কারা পাবে সেই টাকা? চিন্তায় RBI