বর্তমান সময়ে ভারতে ৫০০ টাকার নোট সবচেয়ে উচ্চমূল্যের নোট। অতীতে ১০০০ টাকা এবং ২০০০ টাকার নোট চালু থাকলেও সেগুলো ধীরে ধীরে বাতিল করে দেওয়া হয়। এবার সরকারের পক্ষ থেকে ৫০০ টাকার নোট সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে, যা প্রতিটি নাগরিকের জন্যে অত্যন্ত প্রয়োজন।
জাল নোটের প্রবণতা বৃদ্ধি
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, বাজারে জাল ৫০০ টাকার নোটের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থমন্ত্রকের তথ্য অনুসারে, গত পাঁচ বছরের জাল ৫০০ টাকার নোটের সংখ্যা ৩১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- ২০১৮-১৯ অর্থবছরে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা ছিল মোট ২১,৮৬৫ মিলিয়ন পিস।
- ২০২২-২৩ অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১,১১০ মিলিয়ন পিস।
- তবে ২০২৩-২৪ অর্থবছরে এই সংখ্যা কিছুটা কমে ৮৫,৭১১ মিলিয়ন পিস হয়েছে।
কিভাবে চিনবেন আসল ৫০০ টাকার নোট
জাল লোট এড়াতে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আসল ৫০০ টাকার নোটে নিচের বৈশিষ্ট্যগুলি দেখা যাবে-
- আসল ৫০০ টাকার নোটের আকার ৬৬ মিমি x ১৫০ মিমি।
- নোটের উপর দেবনাগরী হরপে ৫০০ লেখা থাকবে।
- নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি দেখতে পাবেন।
- ভারত এবং আরবিআই লেখা দুটি মাইক্রো অক্ষরে লেখা থাকবে।
- নোট বাকালে সুতোর রং সবুজ থেকে নীল হয়ে যাবে।
- নোটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং ৫০০ লেখা ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্কে থাকবে।
- নোটের উপরের বাঁদিকে এবং নিচের ডানদিকে আরোহী ফন্টে সংখ্যা থাকবে
- নোটের বাম দিকে ছাপানোর বছর উল্লেখ করা থাকবে।
- নোটের ডানদিকে অশোকস্তম্ভের প্রতীক থাকবে।
তাই অবশ্যই ৫০০ টাকার নোট সংগ্রহ করার আগে এই বৈশিষ্ট্যগুলি দেখে নেবেন। এতে নোটটি আসল কি জাল তা সহজেই বুঝতে পারবেন।
জাল নোট চেনার গুরুত্ব
সম্প্রতি বিভিন্ন স্থানে ৫০০ টাকার জাল নোটের কারবার ধরা পড়ছে। অন্ধ্রপ্রদেশের কাদিরিতে ধরা পড়া একটি ঘটনায় অনেক সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন। তাই সরকার নাগরিকদের প্রতি নির্দেশ দিয়েছেন নোট গ্রহণের আগে সেটি অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিতে।
পুরনো বা বিকৃত নোট কি করবেন?
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি আপনার কাছে কোন রকম পুরনো বা ছেড়া বা বিকৃত ৫০০ টাকার নোট থাকে, তাহলে তা ব্যাংকে জমা দিয়ে বদলানোর সুযোগ রয়েছে। যদি কোন ব্যাংক নোট পরিবর্তন করতে অস্বীকার করে তবে সরাসরি ভারতীয় রিজার্ভ ব্যাংকের পোর্টালে অভিযোগ জানাতে পারেন।
আরও পড়ুন: বেকারদের জন্যে রাজ্যের দারুন এক প্রকল্প, 5 লক্ষ টাকা পর্যন্ত দেবে এই প্রকল্পে
সতর্কতার বার্তা
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কারেন্সি নোটের ব্যাপারে সতর্ক থাকুন। সামান্য অসাবধানতায় বড়সড়ো প্রতারণা শিকার হতে পারে। তাই প্রতিটি নোট পরীক্ষা করুন এবং জাল নোটের প্রতারণার হাত থেকে রক্ষা পান।
৫০০ টাকার নোটের ব্যাপারে জালিয়াতি এড়াতে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় বৈশিষ্ট্যগুলি অবশ্যই যাচাই করুন এবং জাল নোট চিহ্নিত করুন। দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই বিষয়ে সজাগ থাকা।