OBC Certificate: তৃণমূল আমলের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল আদালত! যারা চাকরি করছে তাদের কী হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোকসভা নির্বাচনে চলাকালীন ফের ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মমতা সরকার। 2010 সালের পর জারি করা 5 লক্ষ OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন থেকে সেই সার্টিফিকেট দেখিয়ে কেউ চাকরি পেতে পারবেন না। তাহলে যাঁরা ইতিমধ্যেই নেই সার্টফিকেট দেখিয়ে চাকরি করছেন, তাঁদের কী হবে?

OBC সার্টিফিকেট নিয়ে কেন এমন সিদ্ধান্ত?

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজশেখর মন্থরের বেঞ্চ বলেছে যে 2011 সাল থেকে প্রশাসন কোনও নিয়ম না মেনে ওবিসি শংসাপত্র জারি করেছে। এভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক।

এই সার্টিফিকেটগুলি অনগ্রসর শ্রেণি কমিশনের কোনও পরামর্শ না মেনেই জারি করা হয়েছিল। তাই এই সমস্ত সার্টিফিকেট বাতিল করা হয়েছে। চাকরির সুবিধা পাওয়ার জন্য এই সার্টফিকেটটি আর কাজে আসবে না। তবে যাঁরা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। অর্থাৎ তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। 

তাহলে কি OBC ক্যাটাগরিটাই উঠে যাবে?

2012 সাল থেকে, তৃণমূল সরকার একটি আইন এনেছিল। এটিকে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালত আরও বলেছে যে ওবিসিদের তালিকা তৈরি করতে, রাজ্য সরকারকে 1993 সালের আইন অনুসারে কমিশনের সুপারিশ বিধানসভায় জমা দিতে হবে। তারপরেই বিধানসভা সিদ্ধান্ত নেবে কাকে ওবিসি বিবেচনা করা হবে।

ভেসয় বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকে তার তালিকা তৈরি করতে হবে। রাজ্য সরকার সেই তালিকা বিধানসভায় পেশ করবে। এই তালিকায় যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই ওবিসি বলে বিবেচিত হবে। অর্থাৎ, স্বচ্ছতার সঙ্গে রাজ্যের OBC ক্যাটাগরি ভুক্ত হবেন ব্যক্তিরা। কোনওরকম ধোঁয়াশা রাখা চলবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুনঃ জমা করতে হবে লাইফ সার্টিফিকেট! না থাকলে বানাতে হবে, কী কী লাগবে দেখুন

ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন যে তিনি ইসলাম সম্প্রদায়ের প্রায় প্রত্যেককেই ওবিসির আওতায় এনেছেন। ইসলাম সম্প্রদায়ের জনসংখ্যাও সংরক্ষণের কথা ভাবছেন। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারের সময়ও তাঁকে বারবার একই কথা বলতে শোনা গিয়েছে।

তবে, কলকাতা হাইকোর্ট আজ স্পষ্ট করে বলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে যেইভাবে ওবিসি শংসাপত্র জারি করেছিল তা বেআইনি।

আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারা আজ একটি আদেশ দিয়েছে কিন্তু আমি তা মানি না। যখন 26 হাজার লোক চাকরি হারিয়েছে, আমি বলেছিলাম যে আমি এটা মেনে নেব না। একইভাবে আজ বলছি, আজকের আদেশ আমি মানি না। আমরা বিজেপির নির্দেশ মানব না। ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে।

আরো পড়ুনঃ এই ৯ ধরণের লোক পিএম কিষানের ১৭ তম কিস্তির টাকা পাবেন না

মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এটা আমি বা আমার সরকার বাস্তবায়ন করেনি। এটি বাস্তবায়ন করেছেন উপেন বিশ্বাস। ওবিসি সংরক্ষণ কার্যকর করার আগে সমীক্ষা করা হয়েছিল। এ বিষয়ে আগেও মামলা দায়ের করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।

Leave a Comment