নবান্ন সূত্রে খবর, প্রায় অধিকাংশরই অ্যাকাউন্টে বেসিক মাইনের সঙ্গে গড়ে 800 টাকা বেশি ঢুকে গিয়েছে। কারও কারও মাইনে তো আবার 8,000 টাকা পর্যন্তও বেড়েছে। উল্লেখ্য, গত বছর 21 ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য 4 শতাংশ DA ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেড় মাসের মাথায় বাজেটে আরও 4% শতাংশ DA বাড়িয়ে দিয়েছেন।
কে কত টাকা পেলেন?
চাকরিতে, জয়েনিং ডেট অনুযায়ী, বেসিক আলাদা, মাইনেও আলাদা।
1) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট: আগে ছিল 27,000 টাকা। 4% DA বেড়ে হয়েছিল 28,000 টাকা, আরও 4% বাড়লে হবে 29,100 টাকা।
2) আইসিডিএস সুপারভাইজার: আগে ছিল 34,658 টাকা। মোট 8% DA বেড়ে পাচ্ছেন 36,918 টাকা।
3) ব্লকের এক্সটেনশন অফিসার: আগে পেতেন 29,000 টাকা।।DA বেড়ে পাচ্ছেন 30-32 হাজার টাকা।
4) বিডিও: আগে পেতেন 56,100 টাকা। DA বেড়ে পাচ্ছেন 900-1400 টাকা বেশি।
5) রেভিনিউ ইন্সপেক্টর, লেডি এক্সটেনশন অফিসার: আগে পেতেন 34,658 টাকা। মোট 8% DA বেড়ে পাচ্ছেন 36,918 টাকা।
6) ব্লক ইয়ুথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার: আগে পেতেন 38,500 টাকা, 4% DA বেড়ে পাবেন 40,950 টাকা।
7) BCS ক্যাডারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি: বেসিক 1.90 লক্ষ টাকা। এখন আরও 8,000 টাকা বাড়বে।
8) রাজ্যের IAS-IPS অফিসার: মাইনে হয় কেন্দ্রীয় হারে।
অনেকেই আবার কেন্দ্র ও রাজ্য মহার্ঘ ভাতার ফারাক তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও প্রতি বছর জুলাই মাসেই ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মীদের। 3% বেতন বাড়ে। ফলে আগামী মাসেও বৃহস্পতি আবার তুঙ্গে উঠবে এই সরকারি কর্মীদের।
এই বছর, কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) প্রায় 50 শতাংশ বাড়িয়েছে। ডিএ বৃদ্ধির কারণে, কিছু অন্যান্য ভাতা যেমন শিশু শিক্ষা ভাতা (সিইএ) এবং হোস্টেল ভর্তুকি স্বয়ংক্রিয়ভাবে 25 শতাংশ বেড়েছে।
আরো পড়ুনঃ ২৫ হাজার চাকরি রাতিলের পর আবার ঝটকা! এটা করাই যাবে না, জানিয়ে দিল আদালত
কেন্দ্রীয় সরকার কি মূল বেতনের সঙ্গে ডিএ একীভূত করবে?
কেন্দ্রীয় সরকার মার্চের প্রথম সপ্তাহে কর্মীদের জন্য ডিএ 4% এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ (DR) 50% বৃদ্ধির ঘোষণা করেছে। পূর্ববর্তী নজির উদ্ধৃত করে, মিডিয়া রিপোর্ট ছিল যে সরকার DA বেসিকের সঙ্গে একত্রিত করতে পারে কারণ এটি আগের 4% বৃদ্ধির পরে 50% সীমা স্পর্শ করেছে। তবে কেন্দ্র এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করেনি।