Google Pay দীপাবলি অফার: ১০০১ টাকা জেতার সুযোগ, ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই দীপাবলিতে Google Pay ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এবার আপনি Google Pay ব্যবহার করে ১০০১/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। কিন্তু এই ক্যাশব্যাক জিততে হলে আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। 

আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব এই ক্যাম্পেইনে অংশ নিয়ে কিভাবে লাড্ডু সংগ্রহ করবেন এবং কিভাবে এই ক্যাশব্যাক পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। 

Google Pay দীপাবলীর ক্যাশব্যাক সম্পর্কে তথ্য 

Google Pay-এর এই অফারে অংশগ্রহণকারীদের ৬ প্রকারের লাড্ডু সংগ্রহ করতে হবে। একটি লাড্ডু পেলে আপনি ৫১ টাকা থেকে ১০০১/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। এই অফারটি ২১ অক্টোবর থেকে ৭ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। তাই এই সময়সীমার মধ্যে আপনাকে লাড্ডু সংগ্রহ করে ক্যাশব্যাক জিততে হবে। 

কিভাবে লাড্ডু সংগ্রহ করবেন? 

আপনি অনেকগুলি উপায়ে এই লাড্ডু সংগ্রহ করতে পারবেন। সেই উপায়গুলি নিচে আলোচনা করা হল- 

কাউকে পেমেন্ট করে: আপনি যখন কোন দোকানে কেনাকাটা করেন তখন সেই দোকানদারকে QR কোড স্ক্যান বা মোবাইল নাম্বারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। কিন্তু UPI-এর মাধ্যমে কমপক্ষে ১০০/- টাকা পেমেন্ট করলেই একটি লাড্ডু সংগ্রহ করতে পারবেন আপনি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোবাইল রিচার্জ বা পোস্টপেইড বিল পেমেন্ট: মোবাইল রিচার্জ বা পোস্টপেইড বিল পেমেন্টের সময় ১০০/- টাকা বা তার বেশি ইউপিআই পেমেন্ট করলে একটি লাড্ডু সংগ্রহ করতে পারবেন। 

ক্রেডিট কার্ড বিল পেমেন্ট: Google Pay ব্যবহার করে কমপক্ষে ৩০০০/- টাকা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করলে আপনি একটি লাড্ডু সংগ্রহ করতে পারবেন। 

গিফট কার্ড কেনা: Google Pay-এর পার্টনার ব্র্যান্ড থেকে ২০০/- টাকা বা তার বেশি দামের একটি গিফট কার্ড কিনলে আপনি একটি লাড্ডু সংগ্রহ করতে পারবেন। 

বন্ধুকে লাড্ডু উপহার দেওয়া: আপনি কোন বন্ধু বা আত্মীয়দের মধ্যে লাড্ডু উপহার দিতে পারেন। এক্ষেত্রেও আপনি একটি লাড্ডু বোনাস হিসাবে জিততে পারবেন।

লাড্ডু সংগ্রহের কিছু প্রয়োজনীয় নিয়মাবলী 

এই লাড্ডু সংগ্রহ করার জন্য কিছু নিয়মাবলী আপনাকে মানতে হবে। সেগুলি হল- 

  • একই ব্যক্তি বা বন্ধুর কাছে বারবার পেমেন্ট করলে প্রতিবার লাড্ডু পাওয়া যাবে না। অর্থাৎ, একজনের কাছে একবার পেমেন্ট করলেই একটি লাড্ডু পাবেন।
  • কিছু বিশেষ পেমেন্টের ক্ষেত্রে লাড্ডু পাওয়া যাবে না। যেমন- সোনা কেনা, বীমা পলিসি নেওয়া, বা অ্যামাজন পে গিফট কার্ড কেনা ইত্যাদি।

আরও পড়ুন: দীপাবলিতে আম্বানির বড় উপহার! ৩৭ লাখ লোক পাবে এই বোনাস শেয়ার

লাড্ডু ট্র্যাক করার পদ্ধতি দীপাবলি অফার

  • এই লাড্ডু ট্র্যাক করার জন্য প্রথমে আপনাকে Google Pay অ্যাপটি খুলতে হবে।
  • এরপর “Offer and Reward” সেকশনে যেতে হবে।
  • তারপর সেখানে লাড্ডু অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর স্ক্রিনে আপনি সংগৃহীত সমস্ত লাড্ডুর তালিকা দেখতে পাবেন।
  • সমস্ত প্রয়োজনীয় লাড্ডু সংগ্রহ করার পর “Claim Final Reward” অপশনে ক্লিক করলে আপনি ক্যাশব্যাক জিতে যাবেন।

ক্যাশব্যাক জেতার সময়সীমা 

Google Pay-এর এই ক্যাশব্যাক অফারটি চলবে ২১ অক্টোবর থেকে ৭ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত। তাই যারা এই ক্যাশব্যাক অফার জিততে চান তারা এই সময়সীমার মধ্যে সমস্ত লাড্ডু সংগ্রহ রে পুরস্কার জিতে নিন।

Leave a Comment