কে কোন কার্ডে কত কেজি চাল, আটা, চিনি বা অন্য কোনো রেশন সামগ্রী পাবেন তা পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের তরফ থেকে মেসেজ করে করে জানানো হচ্ছে। BPL রেশন কার্ডে বড় সুবিধা মিলবে। পাশাপাশি জুন মাসেও এই রেশন কার্ড গ্রাহকদের জন্য আরও বড় খবর।
পশ্চিমবঙ্গের রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে AAY, PHH, SPHH, RKSY I, RKSY II ক্যাটাগরির গ্রাহকেরা রেশন সামগ্রী পেয়ে থাকেন।
এছাড়াও চা বাগান স্পেশাল, সিঙ্গুর স্পেশাল, পাহাড় স্পেশাল প্রকল্পও চালায় রাজ্য সরকার। এবার জুন মাসের খাদ্য সামগ্রী সরবরাহের পালা। জেনে নিন কে কত রেশন পাবেন। মেসেজ করে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে মমতা সরকার।
জুন মাসে কোন রেশন কার্ডে কী কী সামগ্রী পাওয়া যাবে?
PHH/SPHH: এই রেশন কার্ড গ্রাহকেরা মাথাপিছু 3 কেজি চাল ও 2 কেজি গম পাবেন, এই জুন মাসে। গমের পরিবর্তে আটা মিললে প্রত্যেকে 1.9 কেজি পরিমাণে আটা পাবেন।
RKSY I : এই রেশন কার্ড গ্রাহকেরা মাথাপিছু 5 কেজি চাল পাবেন, এই জুন মাসে।
RKSY II : এই রেশন কার্ড গ্রাহকেরা মাথাপিছু 2 কেজি চাল পাবেন, এই জুন মাসে।
AAY: এই রেশন কার্ড গ্রাহকেরা পরিবার পিছু 21 কেজি চাল এবং 14 কেজি গম পাবেন। এই জুন মাসে গমের পরিবর্তে আটা মিললে 13.3 কেজি পরিমাণে আটা পাবেন।
আরো পড়ুনঃ কেউ বাদ যায়নি! মমতার ২৩৯ টাকার ফ্রি রিচার্জ মেসেজ সবাই পেয়েছে, কী বলছে কোলকাতা পুলিশ?
আরও নয়টি আইটেম পাবেন?
উল্লেখ্য, রেশন সংক্রান্ত একটি নতুন তথ্য হল যে আপনার রেশন কার্ডটি যদি BPL রেশন কার্ড হয়, তবে আগামী সময়ে আপনাকে রেশন সহ 9 ধরনের নতুন আইটেম দেওয়া হবে। ভোট মিটেছে, তাই খুব শীঘ্রই এই ঘোষণা করা হতে পারে।
ওদিকে, রাজ্যে এখন ফের চাগার দিয়ে উঠেছে রেশন কেলেঙ্কারি মামলা। জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নতুন সমন পাঠিয়েছে, সেনগুপ্তকে আগামী সপ্তাহে কলকাতার সল্টলেকের ইডি অফিসে আসতে বলা হয়েছে।
বুধবার তাঁর ইডির জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তে তিনি কেন্দ্রীয় সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছিলেন যাতে তিনি বলেছিলেন যে তিনি দেশের বাইরে আছেন, তাই ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারবেন না।
তবে চিঠিতে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন।