রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে আবারও নড়েচড়ে বসল ইডি (ED)। এই দুর্নীতির অন্যতম মূল মাথা হিসেবে তারা আগেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল। পরবর্তীতে অনেক ঘাত প্রভিঘাতের পর্ব পেরিয়ে গ্রেফতার করেছে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহাজানকে। যদিও পরবর্তী ধাপে শাহাজানকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব।
তবে শাহজাহান গ্রেফতার হলেও রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। হঠাৎ তদন্তের গতি স্লথ হয়ে গেছে বলে বিরোধীদের একাংশের তরফ থেকে অভিযোগ তোলা হয়। কারণ শাহজাহানকে অন্যান্য আর্থিক কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করলেও প্রথম দিকে তাঁর বিরুদ্ধে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে বিশেষ একটা আইনি পদক্ষেপ করা হয়নি। তবে সম্প্রতি এফোর্সমেন্ট ডিরেক্টরেট এমন এক পদক্ষেপ নিয়েছে যাতে শাসক থেকে বিরোধী, সকলেই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, তারা এবার বাতিল রেশন কার্ডের হিসাব ধরে রেশন দুর্নীতির তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। গোড়াতেই জানা গিয়েছিল, ডিজিটাল রেশন কার্ড চালু হওয়ার পর এই দুর্নীতি ব্যাপক আকার ধারণ করে। কারণ ডিজিটাল রেশন কার্ড চালু হওয়ার পর বায়োমেট্রিক ম্যাচ না করায় বহু রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছিল বাংলায়।
প্রায় ২ কোটি রেশন কার্ড ধাপে ধাপে বাতিল হয়ে যায়। অভিযোগ দুর্নীতির পাণ্ডারা নিজেদের প্রভাব কাজে লাগিয়ে এই বাতিল রেশন কার্ডগুলির সাপেক্ষে খাদ্য দফতর থেকে চাল, আটা, গম ইত্যাদি তুলে সেগুলি চড়া দামে খোলা বাজারে বেচে বিপুল অর্থ নিজেদের পকেটে পুড়েছেন। এই দুর্নীতির অঙ্ক কয়েক হাজার কোটি টাকা হবে। কারণ একবার বা দুবার নয়, টানা কয়েক বছর এই কাণ্ড চলেছে।
তাই ইডির পক্ষ থেকে রাজ্য সরকারের খাদ্য মন্ত্রকে চিঠি পাঠিয়ে ২০১৮ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত মোট কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই হিসাব চাওয়া হয়েছে। রেশন কার্ডের বিস্তারিত তথ্য হাতে পেলে সেই অনুযায়ী তদন্তের নতুন দিক নির্ধারণ করতে পারবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তবে ইডি চিঠি দিলেও এখনও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য মন্ত্রক বাতিল রেশন কার্ডের বিষয়ে কোনওরকম তথ্য জানায়নি বলে খবর।
তবে এই বিষয়টি নিয়ে বামেদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। তাদের বক্তব্য, যে বিষয়টা অনেক আগে মিটে যাওয়ার কথা ছিল, সেটার তদন্তে হঠাৎ এত দেরি হল কেন।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ব্যাঙ্কে ব্যাঙ্কে পড়ে রয়েছে ৪২ হাজার কোটি টাকা, কারা পাবে সেই টাকা? চিন্তায় RBI
👉 এপ্রিলে ৫০০ ধরনের ওষুধের দাম বাড়ছে, কিন্তু সরকার বলছে অন্য কথা
👉 ভোটের আগে ১৫,০০০ টাকা দিচ্ছে মোদী! এই কাগজপত্র নিয়ে আবেদন করুন
👉 গোল্ডেন আওয়ার স্কিমে ১.৫ লাখ টাকার সুবিধা! কারা পাবে এই সুবিধা?
👉 ৬ মাস টাকা তোলা যাবেনা, এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা দিল RBI