Duyare Sarkar Prakalpa in Bengali
WhatsApp Group Join Now

Duyare Sarkar Prakalpa in Bengali

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন সুবিধা প্রদানের জন্য ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছেন । যে সব মানুষগুলো অনলাইন বা অফলাইনে অর্থের অভাবে সরকারি স্কিমগুলো আবেদন করতে পারে না, তাদের কথা মাথায় রেখে সমাজের সকল মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার 1 ডিসেম্বর, 2020 তারিখে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন।

দুয়ারে সরকার প্রকল্প কী ?

সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো অনলাইন বা অফলাইনে অর্থের অভাবে সরকারি স্কিমগুলো আবেদন করতে পারে না, তাদের কথা মাথায় রেখে সমাজের সকল মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার পাড়ায় পাড়ায় ক্যাম্প বসিয়ে 18 টি প্রকল্পের সুবিধা প্রদান এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ।

দুয়ারে সরকার প্রকল্প একনজরে

প্রকল্পের নামদুয়ারে সরকার প্রকল্প
শুরুর সাল1 ডিসেম্বর, 2020
উদেয়াক্তামুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সুবিধাবিনা খরচে 18 টি প্রকল্পের সুবিধা
রাজ্যপশ্চিমবঙ্গ

দুয়ারে সরকার প্রকল্পের উদ্দেশ্যঃ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল-

  • সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সকল মানুষগুলো সরকারি স্কিমগুলো আবেদন করতে পারে না সেই সব মানুষগুলোর উদ্দেশ্যে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেন।
  • পাড়ায় পাড়ায় ক্যাম্প বসিয়ে ১৮ টি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা।
  • পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি জেলায় সরকার ক্যাম্পের আয়োজন করেছেন।

কোন প্রকল্প গুলির দুয়ারে সরকার ক্যাম্পে সুবিধা পাবে ?

পশ্চিমবঙ্গের ১৮ টি প্রকল্পের সুবিধা পাবে। সেগুলি হল-

১. লক্ষী ভান্ডার

২. স্বাস্থ্য সাথী

WhatsApp Group Join Now

৩. কন্যাশ্রী

৪. স্টুডেন্ট ক্রেডিট কার্ড

৫. খাদ্য সাথী

৬. কাস্ট সার্টিফিকেট

৭. শিক্ষাশ্রী

৮. রূপশ্রী

৯. বার্ধক্য ভাতা

১০. প্রতিদ্বন্দ্বী ভাতা

১১. বিধবা ভাতা

১২. তপশিলি বন্ধু ও জয় জোহার

১৩. ঐকশ্রী

১৪. মানবিক প্রকল্প

১৫. ১০০ দিনের কাজ

১৬. কৃষক বন্ধু

১৭. কিষাণ ক্রেডিট কার্ড

১৮. মৎস্যজীবি ও উইভার (তাঁতি) ক্রেডিট কার্ড

Duyare Sarkar Benefits

কারা দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাবে ?

  • পশ্চিমবঙ্গের বাসিন্দারা।
  • ১৮ বছর বয়সের উর্দ্ধে মানুষেরা এই প্রকল্পের সুবিধা পাবে।

দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা

  • পাড়ায় বসেই ১৮টি প্রকল্পের সমস্যা সমাধানের সুবিধা।
  • জেলা ভিত্তিক ক্যাম্পের আয়োজন।
  • অর্থ ছাড়াই প্রকল্পগুলিতে আবেদন করার সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *